মিতালির ‘রাজ’ শেষ হল ক্রিকেটে, অবসর ঘোষণা

মিতালির ‘রাজ’ শেষ হল ক্রিকেটে, অবসর ঘোষণা

নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ। আজ একটি টুইটের মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে নিজের জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন ভারতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার।

আরও পড়ুন- সৌরভের কথা শুনে CAB’কে নতুন জমি দিল রাজ্য, ডুমুরজলার বদলে স্টেডিয়াম হবে রাজারহাটে

এদিন তিনি টুইট করে জানান, সব যাত্রার যেমন একটা শেষ থাকে, এটাই তাঁর ক্রিকেট যাত্রার শেষ। সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে আজ তাই অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মিতালি এও জানান, যখনই তিনি মাঠে নেমেছেন, তখনই ভারতের হয়ে সব ম্যাচ জেতার চেষ্টা করেছেন। তেরঙ্গার প্রতিনিধিত্ব করার যে সুযোগ তিনি এই জীবনে পেয়েছেন তা সারা জীবন ধরেই উপভোগ করে যাবেন।

ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন মিতালি। মহিলা বিশ্বকাপে, গত ২৭ মার্চ শেষ ম্যাচ খেলেছেন তিনি। ১৯৯৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলে অভিষেক হয়েছিল তাঁর। দীর্ঘ ২৩ বছর ধরে ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করেছে তাঁর পারফরম্যান্স। অবশেষে আজ কঠিন সিদ্ধান্তটা ন্যেই ফেললেন তিনি। বিশ্বকাপের পর থেকেই তাঁর অবসর নিয়ে গুঞ্জন ছিল। মনে করা হচ্ছিল, দুই ফরম্যাটে হয়তো অবসর নেবেন। কিন্তু আজ জানালেন, সব ধরণের ক্রিকেটকেই তিনি বিদায় জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *