পদ্মাপারে মেসি ম্যাজিক! আগামী জুনে বাংলাদেশে আসছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা

পদ্মাপারে মেসি ম্যাজিক! আগামী জুনে বাংলাদেশে আসছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা

ঢাকা: পড়শি দেশে পা রাখতে চলেছেন ফুটবল কিংবদন্তী লিয়োনেল মেসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজি সালাউদ্দিন জানিয়েছেন, আগামী জুন মাসে ঢাকায় আসার কথা বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার। বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মেসিদের বাংলাদেশে আসা এক প্রকার নিশ্চিত। কিছু বিষয় আলচনার পর্যায়ে রয়েছে। সেগুলি চূড়ান্ত হয়ে গেলেই জুন মাসে ঢাকায় আর্জেন্টিনার আসার বিষয়টি নিশ্চিত হয়ে যাবে।

আরও পড়ুন-লক্ষ্মীবারে হবে লক্ষ্মীলাভ, দেড় ঘণ্টার প্রতি সেকেন্ডে ১,৬৪,০০০ টাকা ঢুকবে মেসি-এমবাপেদের পকেটে

এর আগে কলকাতাতেও খেলতে এসেছিলেন মহাতারকা মেসি। সে বার ভেনেজুয়েলার বিরুদ্ধে পায়ের জাদু দেখিয়েছিলেন তিনি৷ এ বার আসছেন বাংলাদেশে৷ তবে সেখানে কোন দেশের বিরুদ্ধে খেলবে তা এখনও চূড়ান্ত হয়নি। সালাউদ্দিন বলেন, “আর্জেন্টিনার বাংলাদেশে আসা প্রায় নিশ্চিত। কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। সেগুলো চূড়ান্ত হয়ে গেলেই জুন মাসে বাংলাদেশে আসবে বিশ্বকাপজয়ী দল। এখানে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হবে। ইতিমধ্যেই স্টেডিয়ামের কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হয়েছে। তবে কোন দেশের বিরুদ্ধে আর্জেন্টিনা খেলবে তা এখনও ঠিক হয়নি। আমাদের কিছু নাম পাথাবে আর্জেন্টিনা। সেখান থেকেই কোন দেশ খেলবে বেছে নেওয়া হবে।”

২০১১ সালে কলকাতায় ভেনেজুয়েলার বিরুদ্ধে ১-০ গোলে জিতেছিলেন তাঁরা। মেসি কলকাতার ম্যাচে গোল করতে না পারলেও, তাঁর কর্নার থেকে হেডে গোল করেছিলেন নিকোলাস ওটামেন্ডি। তাঁকে দেখতে সেদিন মাঠে এসেছিলেন ৮৫ হাজার দর্শক। গোল করতে না পারলেও মেসিই ছিলেন ম্যাচের মধ্যমনি। তাঁর খেলা মন প্রাণ ভরে উপভোগ করেছিলেন কলকাতার দর্শকরা। এ বার সেই সুযোগ মিলবে ঢাকায়৷