মেলবোর্নে ওয়ার্নের নামে স্ট্যান্ড! রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় পাবেন শেন

মেলবোর্নে ওয়ার্নের নামে স্ট্যান্ড! রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় পাবেন শেন

সিডনি: শেন ওয়ার্ন যে আর নেই তা মানতে কষ্ট হলেও মানতে বাধ্য হচ্ছেন সকলে। গতকাল এই খবর আসার পর ভেঙে পড়েছে কার্যত গোটা ক্রিকেট বিশ্ব। শোকাহত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি জানিয়েছেন, সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে ওয়ার্নের। তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করে সব সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি। পাশাপাশি জানা গিয়েছে, মেলবোর্নে শেন ওয়ার্নের নামে স্ট্যান্ড হতে চলেছে।

আরও পড়ুন- জ্বলছে ইউক্রেন, অবিরাম সাইরেনের শব্দ, চার শহরের দখল নিল রাশিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের বক্তব্য, দেশের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র ছিলেন ওয়ার্ন। ক্রিকেটে তাঁর যে অবদান তা কেউ কখনও ভুলতে পারবে না। তাঁর বর্ণময় চরিত্রই তাঁকে সকলের থেকে আলাদা করেছিল। এ ছাড়া অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী মার্টিন পাকুলা জানিয়েছেন, ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট মাঠের গ্রেট সাউদার্ন স্ট্যান্ডের নাম বদলে তাঁর নামে রাখা হবে। উল্লেখ্য, গতকাল বিকেলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই তারকার। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটারের বয়স হয়েছিল মাত্র ৫২ বছর৷ জানা গিয়েছে, তাইল্যান্ডের তাঁর নিজের ভিলায় আচমকা হৃদরোগে আক্রান্ত হন৷ অচৈতন্য অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ব্যর্থ হয় চিকিৎসকদের সব চেষ্টা৷

টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার মুরলিধরনের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার শেন। আবার প্রথম আইপিএল জেতেন তিনিই, রাজস্থান রয়ালস দলের কোচ এবং অধিনায়ক হিসেবে। আজ সকালেই অস্ট্রেলিয়ার এক কিংবদন্তি রড মার্শের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়েছিল গোটা ক্রিকেটমহল। তা নিয়ে টুইট পর্যন্ত করেছিলেন শেন। বিকেলেই তাঁর মৃত্যুর খবর বাকরুদ্ধ করেছে সকলকে। ওয়ার্ন রেখে গেলেন তিন সন্তান ব্রুক, সামার এবং জ্যাকসনকে। ভিলায় যখন ওয়ার্নের দেহ পাওয়া যায় তখন তিনি অচৈতন্য ছিলেন। তাইল্যান্ড পুলিশ জানাচ্ছে, আপাতত যা মনে হচ্ছে তাতে এই মৃত্যুতে কোনও রহস্য নেই। তবু প্রথা মতো ওয়ার্নের দেহের ময়নাতদন্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fourteen =