বার্মিংহাম: একে স্বপ্নের প্রত্যাবর্তন বললেও হয়তো কম বলা হয়। কমনওয়েলথ গেমস ব্যাডমিন্টনের ফাইনালে প্রথম গেমে হেরে গিয়েছিলেন তিনি। ওই সময়ই অধিকাংশ ভেবেছিল এ যাত্রায় হয়তো আর সোনা পাওয়া হল না। কিন্তু পরের দু’টি গেমে রাজকীয় কামব্যাক ঘটালেন লক্ষ্য সেন। বিপক্ষ মালয়েশিয়ার জে ইয়ংকে হারিয়ে ইতিহাস রচনা করলেন তিনি। এদিনই মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গেলসে কানাডার প্রতিপক্ষ মিশেল লিকে হারিয়ে সোনা জিতেছেন পি ভি সিন্ধু।
আরও পড়ুন- পুরুষদের লং জাম্পে ইতিহাস গড়ে রুপো জিতলেন শ্রীশঙ্কর
সোমবার ব্যাডমিন্টনের ফাইনালে মালয়েশিয়ার প্রতিপক্ষকে ১৯-২১, ২১-৯, ২১-১৬ গেমে হারান লক্ষ্য। প্রথমবার কমনওয়েলথ গেমসে খেলতে নেমেই বড় সাফল্য পেয়ে গেলেন তিনি। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং অল ইংল্যান্ডে পদক জিতেছিলেন। তাঁর কারণেই দেখতে দেখতে কমনওয়েলথ গেমসে ২০ টি সোনা হয়ে গেল ভারতের। উত্তরাখণ্ডের ব্যাডমিন্টন খেলোয়াড় দলগত ইভেন্টে খুব একটা ভাল খেলতে পারেননি। কিন্তু সিঙ্গেল ইভেন্টে নিজের জাত চিনিয়ে দিয়েছেন তিনি।
অন্যদিকে ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু কানাডার মিসেল লিকে হারান ২১-১৫ এবং ২১-১৩ গেমে। এর আগে ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে সিঙ্গেলসে ব্রোঞ্জ এবং ২০১৮ সালের গোল্ড কোস্ট গেমসে রূপো জেতেন তিনি। এছাড়াও সিন্ধুর ঝুলিতে রয়েছে অলিম্পিকসের দুটি পদক। এদিনের ফাইনালে তাই দুজনের মধ্যেই হয় হাড্ডাহাড্ডি লড়াই। হয় একাধিক লম্বা র্যালি, যার মধ্যে কখনো সিন্ধু জেতেন, কখনো আবার এগিয়ে যান মিশেল। কিন্তু শেষ হাসি হাসলেন সিন্ধুই।