নয়াদিল্লি: সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি পদে নির্বাচিত হলেন ফুটবলার কল্যাণ চৌবে। জা প্রত্যাশা করা হয়েছিল ঠিক সেই ফলই হয়েছে এই নির্বাচনে। অপরদিকে অনেক আশা নিয়ে থাকলেও প্রাক্তন ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া কিছুই করতে পারলেন না। শুক্রবার নির্বাচনে ৩৩-১ ভোটে হেরে গিয়েছেন তিনি। আর বাইচুংকে হারিয়ে অন্য এক ইতিহাস সৃষ্টি করলেন কল্যাণ। এআইএফএফ-এর ৮৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও প্রাক্তন ফুটবলার সভাপতি পদে বসলেন।
আরও পড়ুন- পিছিয়ে গেল অবসরের দিন, ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন সেরিনা
কল্যাণ চৌবে এই পদে আসীন হয়ে গর্বিত করলেন বাঙালিকেও। কারণ শেষ বার বাঙালি হিসেবে সভাপতি হয়েছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সি। বর্তমানে সেই পদে এলেন কল্যাণ। একই সঙ্গে জানা গিয়েছে, সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কর্নাটক রাজ্য সংস্থার সভাপতি এন এ হ্যারিস এবং কোষাধ্যক্ষ হয়েছেন কিপা অজয়। বেশির ভাগ রাজ্য সংস্থার সমর্থন কল্যাণের দিকেই ছিল। ভোটের অনেক আগে থেকেই অনুমান করা গিয়েছিল যে তিনিই জিততে চলেছেন। কিন্তু বাইচুং আশা ছাড়েননি। তিনি তাঁর মতো লড়াই চালিয়ে গিয়েছেন। কিন্তু চূড়ান্ত ফল সেই অনুমানের সঙ্গেই মিলে গেল। একাধিক রাজ্য সংস্থাগুলির সমর্থন পাকা করে নিয়েছেন কল্যাণ চৌবে।
বাইচুং নিজের রাজ্য, সিকিমের সমর্থন পাননি। অন্ধ্রপ্রদেশ ফুটবল সংস্থার হয়ে লড়েছিলেন তিনি। তবে রাজস্থান ফুটবল সংস্থা তাঁকে সমর্থন করেছিল। গোটা বিষয় প্রসঙ্গে বাইচুংয়ের দাবি ছিল যে তিনি রাজনীতির শিকার হয়েছেন। অন্যদিকে কল্যাণ দাঁড়িয়েছিলেন গুজরাত রাজ্য সংস্থার হয়ে। ফলত রাজনৈতিক ভাবে সমস্ত সমর্থন ছিল তাঁর দিকেই।