সৌরভের খবরে হতবাক অমিত পুত্র, স্পষ্ট জানালেন এই কথা

সৌরভের খবরে হতবাক অমিত পুত্র, স্পষ্ট জানালেন এই কথা

মুম্বই: বিসিসিআই সভাপতির পদ ত্যাগ করতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এমন জল্পনা তৈরি হয়েছে। কারণ তাঁর একটি কৌতূহলউদ্দীপক টুইট। ‘মহারাজ’ যে টুইট করেছেন তা দেখার পর গোটা দেশে হইচই শুরু হয়েছে। তাহলে কি তিনি রাজনীতিতে আসছেন? এই প্রশ্ন এখন সকলের মুখে মুখে। কিন্তু তাঁর সহকর্মী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র, বিসিসিআই সেক্রেটারি জয় শাহ কিন্তু অন্য কথা বলছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, সৌরভকে নিয়ে যে খবর রটেছে তা একেবারেই সঠিক নয়।

আরও পড়ুন- কৈশরের প্রেমকে নিজের করে পেতে গান ছেড়ে সেলসের চাকরি নিয়েছিলেন ‘বেকার’ কেকে

সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিয়ে জয় শাহ জানান, সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্টের পদ ইস্তফা দিচ্ছেন বলে যে গুজব ছড়িয়েছে, তা তথ্যগতভাবে ভুল। এমন কোনও ব্যাপার হচ্ছে না। ভারতীয় ক্রিকেটের স্বার্থ সুরক্ষিত করার জন্য তারা কাজ করছেন এবং সেই কাজ চালিয়ে যাবেন। আসলে ২০২১ বাংলা বিধানসভা নির্বাচনের আগে থেকে তাঁকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল যে তিনি বিজেপিতে যোগ দেবেন। গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব একাধিক বার তাঁর সঙ্গে দেখা করেছেন বলেও জানা গিয়েছিল। কিন্তু সেই সময়ে তেমন কিছুই ঘটেনি। আর এখনও পর্যন্তও নয়। তবে আজকের টুইট সত্যিই এর সম্ভাবনা বাড়িয়ে দিয়েছিল।

এদিন সৌরভ একটি টুইট করেছেন যেখানে লিখেছেন, ”১৯৯২ সালে ক্রিকেট শুরু করার পর এই বছর অর্থাৎ ২০২২ সালে আমার ৩০ বছর পূর্ণ হল। শুরু থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবথেকে বড় কথা, আপনাদের সবার সমর্থন দিয়েছে। আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সমর্থন করেছেন, আমার জার্নির সঙ্গে ছিলেন, আমাকে আজ এই জায়গায় আসতে সাহায্য করেছেন। আজ আমি নতুন কিছু করার ভাবনা নিয়েছি যা মনে হয় প্রচুর মানুষের উপকারে আসবে। আশা করব আপনারা আমাকে এই ক্ষেত্রেও সমর্থন করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =