Aajbikel

পুরুষ-মহিলা ক্রিকেটাররা পাবেন সমান ম্যাচ ফি, বড় ঘোষণা বোর্ডের

 | 
India

মুম্বই: আর কোনও ভেদাভেদ নেই। ম্যাচ ফি নিয়ে এতদিন একটা চাপা বিতর্ক ছিল বটে কিন্তু আজকের পর থেকে কিছুই থাকবে না। কারণ এই নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েই ফেলেছে বিসিসিআই। ঘোষণা করা হয়েছে, এবার থেকে ভারতের মহিলা এবং পুরুষ ক্রিকেটাররা পাবেন সমান ম্যাচ ফি। এই নিয়ে ইতিমধ্যেই টুইট করা হয়েছে বোর্ডের তরফে। টুইট করেছেন খোদ বিসিসিআই সচিব জয় শাহ।

আরও পড়ুন- নতুন দায়িত্বে আসছেন? হঠাৎ মোহনবাগান তাঁবুতে সৌরভ

বোর্ডের তরফে জানান হয়েছে, এবার থেকে পুরুষ এবং মহিলা ক্রিকেটাররা উভয়েই টেস্ট ম্যাচের জন্য ম্যাচ ফি পাবেন ১৫ লক্ষ টাকা। একদিনের ক্রিকেটের জন্য ম্যাচ ফি পাবেন ৬ লক্ষ টাকা। টি-টোয়েন্টির জন্য ম্যাচ ফি পাবেন ৩ লক্ষ টাকা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন কমিটি কিছুদিন আগেই স্থির হয়েছে। তারপর এটাই সবথেকে বড় সিদ্ধান্ত নেওয়া হল। অবশ্যই বলা যায়, এতদিনের যে চাপা ক্ষোভ বা বৈষম্য তা এবার ঘুচল। বরাবর এমনটাই হয়ে এসেছে যে, শচিন-সৌরভ-কোহলিরা ম্যাচ প্রতি যা ফি পেয়েছেন তা মিতালি, ঝুলন, হরমনপ্রীতরা পাননি। এবার থেকে তা আর হবে না।

Around The Web

Trending News

You May like