মোট সম্প্রচার স্বত্ব বিক্রি প্রায় ৪৫ হাজার কোটি টাকায়! রেকর্ডে আইপিএল

মোট সম্প্রচার স্বত্ব বিক্রি প্রায় ৪৫ হাজার কোটি টাকায়! রেকর্ডে আইপিএল

মুম্বই: ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএল কোন টিভি চ্যানেল এবং ডিজিটাল সাইটে দেখানো হবে তার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। যদিও বোর্ড সরকারিভাবে এখনও কিছু জানায়নি। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, আইপিএলের মোট সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে প্রায় ৪৫ হাজার কোটি টাকায়! এইভাবে নতুন ইতিহাস তৈরি করে ফেলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

আরও পড়ুন- বিয়ের পিঁড়ি নিয়ে হাজির মা! এবার কি নতুন ইনিংস শুরু করছেন মিতালি রাজ

তথ্য বলছে, একটি চ্যানেল আইপিএলের টেলিভিশন স্বত্ব কিনে নিয়েছে ২৩ হাজার ৫৭৫ কোটি টাকায় এবং আইপিএলের ডিজিটাল স্বত্ব বিক্রি হয়েছে ২০ হাজার ৫০০ কোটি টাকায়। সব মিলিয়ে মোট সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে ৪৪ হাজার ০৭৫ কোটি টাকায়। হিসেব করলে দেখা যাবে, টেলিভিশনে আইপিএল ম্যাচ পিছু মূল্য প্রায় দাঁড়াচ্ছে ৫৭.৫ কোটি টাকা। ওদিকে ডিজিটালে প্রতি ম্যাচের মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৪৮ কোটি টাকা। দুই মিলিয়ে আইপিএলের একটি ম্যাচের মূল্য প্রায় ১০৬ কোটি টাকা। যদিও এত মূল্য হয়েও আইপিএল বিশ্বে এক নম্বর হতে পারেনি। শীর্ষে রয়েছে আমেরিকার রাগবি লিগ এনএফএল। তাদের ম্যাচ পিছু মূল্য প্রায় ২৭৪ কোটি টাকা।

কিন্তু অনেক কিছুকেই পিছনে ফেলে দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। যেমন ইংলিশ প্রিমিয়ার লিগ, যাদের ম্যাচ পিছু মূল্য প্রায় ৮৯ কোটি টাকা, তারা পিছিয়ে রয়েছে। এছাড়াও আমেরিকার বাস্কেটবল লিগ (ম্যাচ পিছু ১৬ কোটি টাকা), মেজর লিগ বেসবল (ম্যাচ পিছু ৮৯ কোটি টাকা) পিছনে রয়েছে আইপিএলের। উল্লেখ্য, ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত আইপিএল সম্প্রচার স্বত্ব সোনি কিনেছিল প্রায় ৮ হাজার কোটি টাকায়। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএল দেখানোর স্বত্ব ডিজনি স্টার কিনেছিল প্রায় ১৭ হাজার কোটি টাকায়। এবার সব দাম ছাপিয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *