কলকাতা: কাতার বিশ্বকাপের ফাইনাল রবিবার। সেই নিয়ে কৌতূহল, উন্মাদনার কোনও শেষ নেই। এই আবহের মাঝেই বড় ঘোষণা করে দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানালেন, ২০২৫ থেকে নতুন রূপে শুরু হতে চলেছে আরও একটি বিশ্বকাপ! খেলবে ৩২টি দল। এক মাস ধরে চলবে প্রতিযোগিতা। তবে এটি ‘আসল’ বিশ্বকাপ নয়। তাহলে কী ব্যাপার?
আরও পড়ুন- মেসি না এমবাপে, কার হাতে উঠবে বিশ্বকাপ? দেশের হয়ে শেষ ম্যাচে নিজেকে উজাড় করে দিতে তৈরি মেসি!
আসল বিষয় হল, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ঘোষণা করেছেন ক্লাব বিশ্বকাপের। এই বিশ্বকাপ দেশগুলিকে নিয়ে নয়, ক্লাবগুলিকে নিয়ে হবে। জানান হয়েছে, প্রতি বছরের বদলে চার বছর অন্তর আয়োজন করা হবে এটি। এই ঘোষণা নিয়ে বিরাট উত্তেজনা সৃষ্টি হলেও একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, এই বিশ্বকাপে ইউরোপীয় ক্লাবগুলি অংশগ্রহণ নাও করতে পারে। কারণ সেই সময়ে চলে চ্যাম্পিয়ন্স লিগ এবং বিভিন্ন দেশের ঘরোয়া লিগ। তার মধ্যে নতুন প্রতিযোগিতার সময় কোথা থেকে মিলবে তা পরিষ্কার নয়। অন্যদিকে, কী ভাবে ক্লাবগুলি যোগ্যতা অর্জন করবে তা জানানো হয়নি এবং যোগ্যতা অর্জনের জন্য কোনও নয়া প্রতিযোগিতায় ক্লাবগুলি নামবে না। তাই এখনই এই বিশ্বকাপ নিয়ে ধোঁয়াশা।
২০২২ সালের বিশ্বকাপ আরও অনেক বেশি দেশ নিয়ে করার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে তা হয়নি। তাই ক্লাব বিশ্বকাপে ৩২ টি দেশের অন্তর্ভুক্তি নিয়ে অনেক কৌতূহল। যদিও এই বিশ্বকাপ আদতে হবে কিনা তা এখনও বলা যাচ্ছে না।