কলকাতা: প্রয়াত প্রাক্তন অলিম্পিয়ান সমর বন্দ্যোপাধ্যায়। ময়দান কিন্তু তাঁকে এই নামে কম বদ্রু নামেই বেশি চেনে। করোনা আক্রান্ত হওয়ায় গত ২৭ জুলাই বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছিল তিনি। পরে স্বাস্থ্যের অবনতি হওয়ায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। সেখানেই শেষ ২৪ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন বদ্রু। সেই লড়াই শেষ হল। ৯২ বছরে প্রয়াত প্রাক্তন অলিম্পিয়ান।
আরও পড়ুন- দুটি শর্ত মানলেই সমস্যা মিটবে ভারতীয় ফুটবলের! কী জানাল ফিফা
জানা গিয়েছে, এসএসকেএম থাকালীন তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। মৃত্যুর কদিন আগে থেকেই শারীরিক অবস্থার আরও অবনতি হয়। প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন চিকিৎসকরা। ২৪ দিনের লড়াইয়ের পর খারাপ খবর পেল ময়দান। তাঁদের প্রাক্তন অলিম্পিয়ান আর নেই। আজ ডুরান্ড কাপের ম্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান। কাকতালীয়ভাবে সবুজ-মেরুনকে প্রথম ডুরান্ড কাপ জিতিয়েছিলেন ইনিই। আজকের ভোরের এই খবরেই তাই শোক বাংলা তথা দেশের ফুটবল মহলে। তাঁর প্রয়াণে শোক বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯৩০ সালের ৩০ জানুয়ারি হাওড়ার বালিতে জন্মগ্রহণ করেছিলেন বদ্রু। বালি হিন্দু স্পোর্টিং ক্লাব থেকে তাঁর ময়দানের গল্প শুরু। প্রথম বার পেশাদার চুক্তিতে সই বালি প্রতিভা ক্লাবে, সালটা ১৯৮৪। পরে বিএনআরে যোগ দেন। তারপর মোহনবাগান। সবুজ-মেরুনে আট বছর খেলেছেন বদ্রু। অধিনায়কত্বও করেছেন। তাঁর আমলে এমন কোনও ট্রফি নেই যা মোহনবাগান জেতেনি। বাংলাকেও সন্তোষ ট্রফি জিতিয়েছেন বদ্রু। ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিক্সে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন।