ব্রাসেলস: কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে তাঁর দল। বেলজিয়ামকে নিয়ে অনেকের অনেক প্রত্যাশা থাকলেও তা পূরণ হয়নি। কার্যত অপ্রত্যাশিতভাবেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তারা। দলের হারের পর অনেক কোচকেই দেখা যায় ব্যর্থতার দায় নিয়ে পদ ত্যাগ করতে। ফুটবলাদের কি অতটাও দেখা যায়? কিন্তু তাই হয়তো করলেন বেলজিয়াম অধিনায়ক ইডেন হ্যাজার্ড। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন ইডেন।
আরও পড়ুন- মাত্র ২৩,৯৮০ টাকায় মিলছে iPhone 13! ব্ল্যাক ফ্রাইডে সেলে কী ভাবে লুটবেন ফায়দা?
নিজের অবসর নিয়ে বেলজিয়াম তারকা লিখেছেন, এবার তাঁকে তাঁর জীবনের এই পাতা ওল্টাতে হচ্ছে। ২০০৮ সাল থেকে জয়ের যে সব মুহূর্ত তুলে ধরতে পেরেছেন, উপভোগ করতে পেরেছেন, তার জন্যও ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি বলেছেন, আজ তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন। পরের প্রজন্ম তৈরি। আর তিনি দলের হয়ে খেলা মিস করবেন। অর্থাৎ মাত্র ৩১ বছর বয়সেই জীবনের কঠোরতম সিদ্ধান্ত নিয়ে নিলেন ইডেন হ্যাজার্ড। তবে যেটুকু খবর মিলেছে তাতে তাঁকে আবার জাতীয় দলে ফিরিয়ে আনার ব্যাপারে সক্রিয়তা দেখা হচ্ছে ম্যানেজমেন্টের তরফে। দেখা যাক তিনি সিদ্ধান্ত বদল করেন কিনা।