কলকাতা: আগেই জানা গিয়েছিল যে আসন্ন আইএসএল শুরুর আগে নতুন জার্সি আনতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। দুর্গাপুজোর চতুর্থীর দিনেই সেই জার্সি উন্মোচিত হয়ে গেল। এই নতুন জার্সিতে ফিরে এসেছে সেই পুরনো লাল-হলুদ ছোঁয়া।
আরও পড়ুন- ভারতের জার্সিতে আবেগে ঝুলন, শেষ ম্যাচকে স্মরনীয় করতে লর্ডসকে তুলে আনা হচ্ছে কলকাতায়
কসবা রাজডাঙ্গা নব উদয় ক্লাবের পুজো প্যান্ডেল সংলগ্ন মঞ্চে এই জার্সি উন্মোচিত হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমামী গ্রুপের ডিরেক্টর সঞ্জয় আগরওয়াল, মন্ত্রী জাভেদ খান, স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষ, ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটির সদস্য দেবব্রত সরকার, ডা. শান্তি রঞ্জন দাশগুপ্ত, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায় ও পৌলোমী ঘটক। ছিলেন ইস্টবেঙ্গলের কোচ স্টিফেন কনস্ট্যানটাইন। দলের নতুন তিন জার্সি পরে মঞ্চে দেখা যায় ভারতীয় মিডফিল্ডার শৌভিক চক্রবর্তী, ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ক্লেইটন সিলভা এবং ভারতীয় ফরোয়ার্ড ভিপি সুহেরকে। তিনজনে যথাক্রমে হোম জার্সি, অ্যাওয়ে জার্সি এবং থার্ড কিট পরেছিলেন।
ইস্টবেঙ্গলের হোম জার্সিতে সেই পুরনো একদিকে লাল এবং একদিকে হলুদের ছোঁয়া। ডুরান্ডের জার্সি দেখে অধিকাংশ সমর্থকরা এই দাবিই করেছিল যে পুরনো ছোঁয়া ফিরিয়ে নিয়ে আসা হোক। অ্যাওয়ে জার্সি চিরাচরিত সাদা এবং কাঁধে লাল-হলুদ রঙ। তবে থার্ড কিটে চমক আছে কারণ এইবার হালকা আকাশি রঙের জার্সি বানান হয়েছে। উল্লেখ্য, ৭ অক্টোবর আইএসএলের প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ কেরালা ব্লাস্টারস।