কোচি: আগের দুই মরশুমের হতাশা আবার গ্রাস করবে না তো? এখন এই প্রশ্নটাই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। কারণ আইএসএলের প্রথম ম্যাচেই যেভাবে নাস্তানাবুদ হতে হয়েছে দলকে তা দেখে ভয় পেতে শুরু করেছেন অধিকাংশ সমর্থকরাই। শুক্রবার কোচিতে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টারাস। খেলায় ৩-১ গোলে কার্যত উড়ে যায় লাল-হলুদ। দলের কারোর খেলা সেই উচ্চতায় পৌঁছতেই পারেনি।
আরও পড়ুন- ‘কোনও মতে কেটে গেল ২৪টা বছর, তাই না? টেনিসকে বিদায় জানিয়ে চোখে জল ‘রাজা’র
আগের দু’বারের থেকে খাতায় কলমে এবার ইস্টবেঙ্গল ভাল দল গঠন করেছে। অনেকেই ভেবেছিল যে মাঠে তারই প্রতিচ্ছবি দেখা যাবে। কিন্তু কোথায় কী? আক্রমণভাগে যদিও কিছু পয়েন্ট পাবে লাল-হলুদ, কিন্তু রক্ষণ? প্রথমার্ধে কিছুটা সামাল দিলেও দ্বিতীয় হাফে যেন হারিয়ে গেল ইস্টবেঙ্গল। লাল-হলুদের রক্ষণভাগের জন্য ৭০ মিনিট পর্যন্ত গোল করতে পারেনি কেরালা। কিন্তু প্রথম গোল আসার পরেই ইস্টবেঙ্গল রক্ষণ যেন আরও বেশি ভেঙে পড়ল। ম্যাচের ৭২ মিনিটে কেরালার হয়ে প্রথম গোল করেন আদ্রিয়ান লুনা। হরমনজ্যোতের বিশ্বমানের পাস থেকে এই গোল হয়। এরপর পরিবর্ত হিসেবে নেমে ৮২ মিনিটে গোল করে যান ইভান কালইউজানহি। কিছু পরে লাল-হলুদের অ্যালেক্স লিমা গোল শোধ দিলেও কোনও লাভ হয়নি। মিনিটখানেকের মধ্যে দূরপাল্লার শটে ব্যবধান ৩-১ করে ফেলেন ইভান।
First 70 mins: 😕😢🙄
Last 20 mins: 🤩🥵😎A quality performance from @KeralaBlasters to grab all 3️⃣ points in the #HeroISL 2022-23 season opener! 👏#KBFCEBFC #LetsFootball #KeralaBlasters #EastBengalFC pic.twitter.com/SFHwpBK8vb
— Indian Super League (@IndSuperLeague) October 7, 2022
ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন কিছুদিন আগেই মন্তব্য করেছিলেন যে, একবারেই সব সম্ভব হবে এমনটা ভাবা ভুল। অন্য টিমের থেকে তাঁর টিম অন্তত ২ মাস পিছিয়ে আছে সেটা মানতে হবে। এখনই বেশি আশা করা ঠিক নয়। কিন্তু তা বলে কি সেই দু’বছরের হতাশাই আবার ফিরে আসছে? প্রশ্নের উত্তর মিলবে কয়েক মাসের মধ্যেই। তবেঁ, এখনও অনেক সময় আছে ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর।