পুত্র সন্তানের মৃত্যুতে শোকাহত রোনাল্ডো, বাতিল করলেন মঙ্গলবারের খেলা

পুত্র সন্তানের মৃত্যুতে শোকাহত রোনাল্ডো, বাতিল করলেন মঙ্গলবারের খেলা

কলকাতা: সদ্যোজাত সন্তানকে হারালেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সোমবার তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, সদ্যোজাত যমজ সন্তানের মধ্যে তাঁর পুত্র সন্তানের মৃত্যু হয়েছে। সুস্থ আছে তাঁর কন্যা সন্তান। সদ্যোজাত পুত্রসন্তানকে হারানোর শোকে তিনি লিভারপুলের বিপক্ষে মঙ্গলবার রাতে খেলবেন না বলে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন- স্বমহিমায় ফিরবে ইস্টবেঙ্গল! দিনক্ষণ বলে দিল কর্তারা

প্রসঙ্গত, গত বছরের ২৮ অক্টোবর বান্ধবী জর্জিয়া রদ্রিগেজের সঙ্গে তিনি ছবি পোস্ট করেন। সেই সময় তিনি জানান, তাঁদের জীবনে যমজ সন্তান আসতে চলেছে। এই মর্মান্তিক খবরের কয়েক ঘণ্টা আগেও রোনাল্ডোর বান্ধবী জর্জিয়া একটি পারিবারিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। সেখানে জর্জিয়ার বোন ইভানা ও কয়েকজন বন্ধু ছিলেন। সেখানে ফুটবল তারকা রোনাল্ডোও ছিলেন। ছবি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে মর্মান্তিক খবর আসে। জর্জিয়া ম্যানচেস্টাররে একটি হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন। তারপরেই তাঁদের পুত্র সন্তানের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। পুত্রসন্তানের মৃত্যুর পর রোনাল্ডো ট্যুইটারে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের সদ্যোজাত পুত্র সন্তানের মৃত্যু হয়েছে। এই ঘটনা যে কোনও বাবা-মায়ের কাছে অত্যন্ত বেদনার, শোকের। আমাদের কন্যা সন্তান এই মুহূর্তে কিছুটা আনন্দের ও আশার আলো বাঁচিয়ে রেখেছে। পুত্র সন্তানের মৃত্যুতে আমি ভেঙে পড়েছি। এই মুহূর্তে আমি ও আমার পরিবার কিছুটা একা থাকতে চাইছি। আমাদের পুত্রসন্তান, তুমি আমাদের কাছে দেবদূত ছিলে। সারাজীবন তোমাকে ভালোবাসব।’

এরপর মঙ্গলবার ম্যানচেস্টার ইউমনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছে,  ‘ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর বান্ধবী জর্জিয়া রুদ্রিগেজ পুত্রসন্তান হারানোয় শোকাহত। শোকের কারণে রোনান্ডো মঙ্গলবার রাতে লিভারপুলের বিরুদ্ধে খেলবেন না। পরিবার সব থেকে গুরুত্বপূর্ণ। এই কঠিন সময়ে তিনি পরিবারের পাশে থাকতে চাইছেন। তাঁর সিদ্ধান্তকে ক্লাবের পক্ষ থেকে সমর্থন জানানো হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − ten =