প্রথম নয়জনেরই হাফসেঞ্চুরি! অজিদের ১২৯ বছর পুরনো রেকর্ড চূর্ণ করল বাংলা

প্রথম নয়জনেরই হাফসেঞ্চুরি! অজিদের ১২৯ বছর পুরনো রেকর্ড চূর্ণ করল বাংলা

cfc38110de5821f2bb2842da01d35870

কলকাতা: প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫০ বছর পূর্তিতে ১২৯ বছরের রেকর্ড ভাঙল বাংলা। ব্যাট করতে নামা প্রথম নয়জনই পঞ্চাশ রানের গন্ডি টপকালেন। এদের মধ্যে ৭ জন হাফ সেঞ্চুরি এবং ২ জন করলেন সেঞ্চুরি! অনন্য নজির স্থাপন করে বিশ্ব মঞ্চে রাজ্যের নাম আরও উজ্জ্বল করল রঞ্জি ট্রফির বাংলা দল। ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি নক আউট পর্বের ম্যাচ খেলতে নেমে এই রেকর্ড করল তারা। ভাঙল ১৮৯৩ সালে অস্ট্রেলিয়ার একটি ঘরোয়া ম্যাচের রেকর্ড।

আরও পড়ুন: ‘আচমকা’ ক্রিকেটার হয়ে যাওয়া মিতালির আছে অনন্য নজির! জেনে নিন

ঘটনা হল, যে অস্ট্রেলিয়ার ঘরোয়া ম্যাচের কথা হচ্ছে তাতে এক ইনিংসে আট জন ব্যাটার পঞ্চাশের বেশি রান করেছিলেন। আজ পর্যন্ত সেটাই ছিল একমাত্র নজির। কিন্তু আজ সেই ১২৯ বছর পুরনো রেকর্ড ভেঙে চুরমার করল বাংলা দল। প্রথম ২ দিনে শতরান হাঁকিয়েছিলেন যথাক্রমে সুদীপ ঘরামি (১৮৬) ও অনুষ্টুপ মজুমদার (১১৭)। এরপর একে একে সাত ব্যাটার অর্ধ শতরান করেন। তাদের মধ্যে অভিষেক রমন করেন ৬১ রান, এ আর ইশ্বরণ করেন ৬৫ রান, অধিনায়ক মনোজ তিওয়ারি করেন ৭৩ রান, অভিষেক পোড়েল করেন ৬৮ রান, শাহবাজ আহমেদ ৭৮ রান করেন, সায়ন মন্ডল করেন ৫৩ রান ও আকাশদীপ ৫৩ রান সংগ্রহ করেন। ৭ উইকেট হারিয়ে বাংলার রান দাঁড়ায় ৭৭৩।

0bbd451d9d4a756653efb1ef18e0855e

উল্লেখ্য, ১৭৭২ সালের জুনে হ্যাম্বলেডন ক্রিকেট ক্লাবের মাঠ ব্রডহাফপেনি ডাউনে যাত্রা শুরু করেছিল প্রথম শ্রেণির ক্রিকেট। অল ইংল্যান্ড দল এবং হ্যাম্বলেডন ক্লাবের মধ্যকার সেই ম্যাচকে ধরা হয় প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ম্যাচ। আর আজ ২০২২ সাল। এত বছরে এই রেকর্ড প্রথম হল। যদিও অস্ট্রেলীয় ওই ম্যাচে প্রথম ইনিংসে ৮ ব্যাটসম্যান ন্যূনতম অর্ধশতক পেয়েছিলেন। কিন্তু সেটি দলের প্রথম ৮ ব্যাটসম্যান পাননি। এটাও বাংলার ক্ষেত্রে অন্য নজির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *