নতুন অধিনায়ক কে, জানিয়ে দিল বোর্ড, বাদ পড়লেন ঝুলন

নতুন অধিনায়ক কে, জানিয়ে দিল বোর্ড, বাদ পড়লেন ঝুলন

মুম্বই: মিতালি রাজের অবসরের কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়কের নাম জানিয়ে দিল ভারতীয় বোর্ড বাঁ বিসিসিআই। প্রত্যাশা মতোই অধিনায়ক হলেন হরমনপ্রীত কউর। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্দানা। তবে মহিলা বিশ্বকাপের পর প্রথম যে দল খেলতে নামছে তাতে নেই বাংলার ঝুলন গোস্বামী।

আরও পড়ুন: ‘আচমকা’ ক্রিকেটার হয়ে যাওয়া মিতালির আছে অনন্য নজির! জেনে নিন

শ্রীলঙ্কায় তিনটি করে টি-টোয়েন্টি এবং এক দিনের ম্যাচ খেলবে ভারত। যে দল নির্বাচিত হয়েছে তা হলঃ হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্দানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, যস্টিকা ভাটিয়া, এস মেঘনা, দীপ্তি শর্মা, পুনম যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, সিমরন বাহাদুর, রিচা ঘোষ (উইকটরক্ষক), তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), হরলীন দেওয়ল, পূজা বস্ত্রকার, মেঘনা সিংহ, রেণুকা সিংহ। তবে চোটের জন্য ভারতের এক দিনের সিরিজে বিশ্রামে গিয়েছেন ঝুলন গোস্বামী। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছিলেন ঝুলন। কিন্তু এক দিনের ক্রিকেট এখনও ছাড়েননি। তবে চোট তাঁকে নামতে দিল না আসন্ন শ্রীলঙ্কা সিরিজে।

এদিকে আজ মিতালি রাজের অবসরের প্রেক্ষিতে দীর্ঘ দিনের সতীর্থ এবং বন্ধুকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ঝুলন। লিখেছেন, ”আমরা ক্রিকেট মাঠ হোক কিংবা জীবন, সব বাধা পেরিয়েছি যবে থেকে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট খেলতে শুরু করেছি। সতীর্থ এবং অধিনায়ক হিসেবে তোমার আবেগ, সমর্থন আমাকে অনুপ্রাণিত করেছে। দুর্দান্ত ক্রিকেটজীবনের জন্য তোমাকে অভিনন্দন। মাঠ এবং মাঠের বাইরে তুমি অসাধারণ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 10 =