নয়াদিল্লি: নীরজ চোপড়া এবং আরশাদ নাদিম। ভারত ও পাকিস্তানের দ্বৈরথ জ্যাভলিন থ্রো খেলায় দেখা গিয়েছে। অলিম্পিক্সে নীরজ সোনা জিতেছিলেন, কিন্তু তাঁর থ্রো ৯০ মিটার টপকায়নি। তবে সেই অসাধ্য সাধন করে ফেলেছেন পাকিস্তানের আরশাদ। কমনওয়েলথ গেমসে ৯০ মিটারের বেশি থ্রো করে স্বর্ণপদক দখল করেন তিনি। এই প্রতিযোগিতায় ভাগ নেননি নীরজ চোটের কারণে। তবে তাঁর উপস্থিতি যে মিস করেছেন আরশাদ সে কথা জানিয়েছেন। এদিকে তাঁর কোচ সৈয়দ হুসেন বুখারি নীরজের প্রতি তাঁর ভালোবাসা ব্যক্ত করেছেন।
আরও পড়ুন- CWG 2022: লক্ষ্যপূরণ লক্ষ্যের, ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জয়
বুখারি জানিয়েছেন, নীরজও তাঁদের ছেলের মতো। আর তিনি চান লাহোর এবং ইসলামাবাদের অ্যাকশন প্যাক স্টেডিয়ামে নীরজ এবং আরশাদের প্রতিদ্বন্দ্বিতা দেখতে। তিনি এও জানিয়েছেন, নীরজ চোপড়া এবং আরশা নাদিমের বন্ধুত্ব অনেকটা আবদুল খালিক ও মিলখা সিংয়ের মতো। আর মিলখার মতোই নীরজ যদি পাকিস্তানে জেতেন তাহলে তাঁরা ততটাই খুশি হবেন যতটা মিলখা সিংয়ের বেলায় পাকিস্তান হয়েছিল। উল্লেখ্য, ১৯৬০ সালে মিলখা সিং পাকিস্তান গিয়েই আবদুল খালিককে হেলায় হারিয়েছিলেন। পাকিস্তানই তাঁকে ‘ফ্লায়িং শিখ’ তকমা দিয়েছিল।
প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া কমনওয়েলথ গেমসে ৯০.১৮ মিটার থ্রো করে সোনা জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম। প্রথম এশীয় খেলোয়াড় হিসেবে জ্যাভলিন থ্রোতে ৯০ মিটার ছুঁয়েছেন তিনি। এটাই তাঁর ব্যক্তিগত সেরা থ্রো। অন্যদিকে, নীরজ চোপড়ার ব্যক্তিগত সেরা থ্রো সম্পর্কে বলতে গেলে সেটি হল ৮৯.৯৪ মিটার। চোটের কারণে তিনি কমনওয়েলথ গেমসে অংশ নেননি। তবে বিশ্বের সেরা জ্যাভলিন নিক্ষেপকারী অ্যান্ডারসন পিটার্স ৯০ মিটারের কাছাকাছিও আসতে পারেননি কমনওয়েলথে।