লখনউ: গত বছরে এই টুর্নামেন্টের ক্যাডেট বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন। তবে এবার ইতিহাস সৃষ্টি করলেন অন্তিম পাঙ্গল। বুলগেরিয়ার সোফিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন তিনি। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসাবে এই নজির গড়লেন অন্তিম। ফাইনালে কাজাখস্তানের আলটিন শাগায়েভাকে হারিয়ে এই কীর্তি করেছেন তিনি।
আরও পড়ুন- দুটি শর্ত মানলেই সমস্যা মিটবে ভারতীয় ফুটবলের! কী জানাল ফিফা
হরিয়ানার ১৮ বছর বয়সী কুস্তিগীর অন্তিম পাঙ্গল। গত বছর ব্রোঞ্জ জেতার পর হয়তো তাঁর সোনা জেতার খিদে আরও বেড়ে গিয়েছিল। সেই স্বপ্ন এবার পূর্ণ করতে পেরেছেন তিনি। ৫৩ কেজি বিভাগের ফাইনালে কাজাখস্তানের আলটিন শাগায়েভাকে ৮-০ স্কোরে হারিয়ে ইতিহাস রচনা করেছেন অন্তিম।
#WrestleSofia WW 53kg medal bouts results
🥇 Antim PANGHAL 🇮🇳 df. Altyn SHAGAYEVA 🇰🇿, 8-0
🥉 Ayaka KIMURA 🇯🇵 df. Nataliia KLIVCHUTSKA 🇺🇦, 6-4
🥉 Katie GOMEZ 🇺🇸 df. Shaimaa MOHAMED 🇪🇬, 12-2— United World Wrestling (@wrestling) August 19, 2022
আগে উদ্বোধনী বাউটি জিতে জুনিয়র ইভেন্টে দৌড় শুরু করেছিলেন তিনি। এর আগে এই টুর্নামেন্টের ক্যাডেট বিভাগে ব্রোঞ্জ ছাড়াও তাঁর ঝুলিতে আছে এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা এবং অনূর্ধ্ব ২৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপে রূপো।