কলকাতা: ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা৷ বাঙালির আবেগ৷ যুবভারতী স্টেডিয়ামে ফুটবল ম্যাচ ঘিরে ছিল টানটান উত্তেজনা৷ দুই দলই চেষ্টা করছে একে অপরকে টেক্কা দিয়ে এগিয়ে যাওয়ার। ম্যাচের প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ হাতছাড়া করে৷ তবে দ্বিতীয়ার্ধে এল গোল। এগিয়ে যায় এটিকে মোহনবাগান৷ ৩০ গজ দূর থেকে জোরাল শট মারে হুগো৷ সেই শট কমলজিতের গায়ে প্রতিহত হয়ে ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে গেল। এর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় গোলটি করে মোহনবাগান৷ আর সেটাই ছিল ইস্টবেঙ্গলের জেলা পাঠানো শেষ বল৷ ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে কলকাতা ডার্বি ফের নিজেদের নামেই রাখল এটিকে মোহনবাগান৷ গত ৬ টি ডার্বিতে ইস্টবেঙ্গল জয়ের মুখ দেখেনি৷ এবার সপ্তমবারেও অধরা থেকে থেকে গেল ইস্টবেঙ্গলের জয়৷
লিস্টন থেকে বোমাস, পেত্রাতস ঘুরে মনবীরের পায়ে চলে আসে বল। প্রথমার্ধে সে ভাবে ছাপ রাখতে না পারলেও এ বার আর কোনও ভুল করেননি মনবীর। ২-০ করে ফেললেন তিনি। কলকাতা ডার্বিতে এই নিয়ে তৃতীয় গোল করলেন এই ফুটবলার৷ দুটো টিমই প্রথম থেকে ওপেন ফুটবল খেলার চেষ্টা করেছে। তবে বিপক্ষের রক্ষণে বারবার আঘাত হানার চেষ্টা করেছেন বোমাস, লিস্টন, মনবীররা।