কাতার বিশ্বকাপে গ্যালারির উত্তাপ বাড়াচ্ছেন এই লাস্যময়ী ভক্তরা

কাতার বিশ্বকাপে গ্যালারির উত্তাপ বাড়াচ্ছেন এই লাস্যময়ী ভক্তরা

কলকাতা: কাতার বিশ্বকাপ ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে৷ প্রতিটি ম্যাচের সঙ্গে জাঁকিয়ে বসছে ফুটবল জ্বর৷ গ্রুপ পর্ব শেষেই শুরু হয়ে যাবে শেষ ১৬-র লড়াই৷ ফুটবলাররা যখন পায়ের জাদু দেখাচ্ছেন, বল নিয়ে ছুটে যাচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, তখন গ্যালারিতে উত্তাপ বাড়াচ্ছেন এই লাস্যময়ীরা৷ কেউ আবার স্বল্প পোশাকে বুড়ো আঙুল দেখাচ্ছেন কাতারের আইনকে৷ কেউ আবার বাইরে থেকেই প্রিয় দলের সমর্থনে হচ্ছেন উন্মুক্ত৷ এই লাস্যময়ীরা কেউ ফুটবলারদের স্ত্রী, প্রেমিকা৷ কেউ আবার নেহাতই অন্ধ ভক্ত৷  

ফুটবল বিশ্বকাপ মানেই গ্যালারিতে স্বল্পবসনা ললনাদের সারি। ফুটবলের দুনিয়ায় এমন রঙিন ছবি দেখেই অভ্যস্ত ফুটবল প্রেমীরা। কিন্তু এই বছর বিশ্বকাপ হচ্ছে মরু শহর কাতারে৷ সেখানে পোশাক নিয়ে রয়েছে ফতোয়া৷ তবে রোখা যাচ্ছে না ফুটবলের এই সুন্দরী ডাইহার্ট ফ্যানদের৷ 

তিনি জার্মান ফুটবলার মারিও গোতজের স্ত্রী৷ মারিওর বড় ভক্তও বটে৷ ২০১৮ সালে এই জার্মান ফুটবলারকে আই ডু বলেন এই সুপার মডেল৷ কোস্টারিকার বিরুদ্ধে মাঠে নামার আগে লাল বিকিনিতে লাস্য ঝরালেন অ্যান-ক্যাথরিন গোতজে৷ সুইম কস্টিউমে নজর কাড়ল তাঁর ফটোশুট৷ 

২০১২ সাল থেকে সম্পর্কে ছিল এই জুটি৷ ২০১৮ সালে সেই সম্পর্ক পরিণতি পায়৷ তাঁদের একটি পুত্র সন্তানও রয়েছে৷  অ্যান-ক্যাথরিন একজন সফল মডেল হওয়ার পাশাপাশি নিজের বিকিনি বিপণনী  Vidaswim-এর  প্রতিষ্ঠাতাও৷ 

Ann-Kathrin

ফুটবল মাঠের উষ্ণতা বাড়াচ্ছেন মেক্সিকোর মোহময়ী আন্দ্রেয়া মেজা৷ তিনিই নাকি মেক্সিকোর হটেস্ট ফ্যান৷ তাঁর ঝুলিতে রয়েছে মিস ইউনভার্সের খেতাব৷ ২০২০ সালে তিনি এই শিরোপা জেতেন৷ 

এদিকে, সৌদির বিরুদ্ধে জিতেও শেষ ১৬-য় যেতে পারেনি মেক্সিকো৷ ফিফার নিয়মে থামতে হয়েছে তাদের৷ আদ্যন্ত ফুটবল প্রেমী আন্দ্রেয়া মেক্সিকোর সমর্থক হলেও, তাঁকে আমেরিকার টিশার্টেও দেখা গিয়েছে৷ সমর্থন জানিয়েছেন সে দেশকেও৷ 

Andrea Meza

গ্যালারিতে নজর কাড়ছেন ফ্রান্সের হট সাপোর্টার জো ক্রিস্টোফেলি৷ ফ্রান্সের সমর্থকদের ভিড়ে চোখ আটকায় তাঁর দিকে৷ সারা শরীর জুড়ে ট্যাটু৷ ডান হাত প্রায় কালো হয়ে গিয়েছে৷ পিঠ এবং ঘাড় প্রায় উল্কিতে ঠাসা৷ পেটে, পায়ে , গলায়,  বক্ষদেশেও ট্যাটুর মেলা৷ 

zoe

ইনস্টাগ্রামে ১০ লক্ষের বেশি ফলোয়ার্স রয়েছে জো-র৷ তিনি ইনস্টাগ্রাম মডেলও৷ গ্রুপ লিগে ডেনমার্ককে পরাস্ত করার পর জো-র সঙ্গে জয়ের আনন্দ উদযাপন করতে দেখা যায় থিও হার্নান্দেজকে৷  

 

কাতারের পোশাক ফতোয়াকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বকাপের মঞ্চে ঝড় তুললেন মিস ক্রোয়েশিয়া ইভানা নল৷ যে দেশে বিধি নিষেধের বেড়াজালে বাঁধা তাঁদের সংস্কৃতি থেকে সমপ্রেম। নিষিদ্ধ মদ্যপান, প্রকাশ্যে চুম্বন, সে দেশের মাটিতে দাঁড়িয়েও খোলামেলা ইভানা৷ উন্মুক্ত ক্লিভেজে স্টেডিয়ামে লাস্যের আগুন ঝরিয়েছেন  লুকা মদরিচদের ডাই-হার্ড ফ্যান৷

গ্যালারিত খোলামেলা পোশাকে তুললেম ছবি, করলেন ভিডিয়ো শুট। তাঁর এক একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ২০১৪, ২০১৮-র পর ২০২২ বিশ্বকাপেও গ্যালারির আকর্ষণ বাড়াচ্ছেন ফুটবলের অন্যতম হটেস্ট ফ্যান ইভানা।

ইভানা

সমুদ্র সৈকতেও স্বল্প পোশাকে ধরা দিয়েছেন ইভানা৷ পাউট করে তুলেছেন ছবি৷ প্রশাসনের চোখ রাঙালি উপেক্ষা করে নিদের শর্তেই রয়েছেন তিনি৷