তিরুবনন্তপুরম: জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে তিনটি সোনা জিতলেন ১৩ বছরের এষা সিং। পেছনে ফেলে দিলেন অভিজ্ঞ হিনা সিধু ও মানু ভাকরকে। তেলেঙ্গানার ইউথ, জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে সোনা জিতেছে এষা। সিনিয়রের ফাইনালে এষা ২৪১.০ শুট করে হারায় মানু ভাকরকে। মানু শেষ করেন ২৩৮.৯এ। হিনা সিধু ১৫৪.৯ শুট করে শেষ করেন ছ’নম্বরে।
