নয়াদিল্লি: গত ৭ আগস্ট টোকিও অলিম্পিক ২০২০-তে জ্যাভলিন থ্রোয়ে সোনার পদক জিতে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া। অলিম্পিকে এই প্রথম অ্যাথলেটিক্সে পদক জিতল ভারত, তার আবার সোনা। ভারতীয় সেনাবাহিনীর এই ২৩ বছর বয়সী জওয়ানের কীর্তির পর খুশির জোয়ার বইছে দেশ জুড়ে। তাই এই দিনটিকে চিরকালের জন্য স্মরণীয় করে রাখতে চায় অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। তাই এবার থেকে প্রতি বছর ৭ আগস্ট দিনটি দেশ জুড়ে ‘জ্যাভলিন থ্রো দিবস’ হিসেবে পালন করার কথা জানাল সংস্থা। শুধু তাই নয়, এই দিনটিতে আয়োজন করা হবে জ্যাভলিন থ্রোয়ের প্রতিযোগিতাও।
মঙ্গলবার নয়াদিল্লিতে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া’র সদর দফতরে অলিম্পিকে পদক জয়ীদের সম্মানে একটি অনুষ্ঠানের আয়েজন করা হয়েছিল। বলাই বাহুল্য, সেখানে উপস্থিত ছিলেন নীরজও। তাকে নিয়ে বলতে গিয়ে এএফআই-এর প্ল্যানিং কমিটির চেয়ারম্যান ললিত ভানোট জানান, “ভারতের ক্রীড়ার ইতিহাসে এই ৭ আগস্ট দিনটা সোনার অক্ষরে লেখা থাকবে। কারণ, এই দিনেই আমাদের নীরজ ইতিহাস গড়েছে। আমরা ঠিক করেছি, এই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখব। এ বিষয়ে সংস্থা উদ্দ্যোগ নিয়েছে। এখন থেকে প্রতি বছর ৭ আগস্ট দিনটি দেশে ‘জ্যাভলিন থ্রো দিবস’ হিসেবে পালন করা হবে। এই দিনে আমরা জ্যাভলিন থ্রোয়ের প্রতিযোগিতারও আয়োজন করা হবে।”
সোনার ছেলে নীরজকে কেউ উপহার দিচ্ছেন, কেউ সম্মান জানাচ্ছেন। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়াও নিজেদের মতো করে নীরজকে সম্মান প্রদর্শন করেছে। তারা ৭ আগস্ট দিনটি নীরজের নামেই পালন করা হবে বলে জানিয়েছে। দেশে পালিত হবে জ্যাভলিন থ্রো দিবস।