সাউদাম্পটন: বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ দিনের খেলাও। এই নিয়ে গোটা দুদিনের খেলা বৃষ্টির কারণে ভেস্তে গেল। এইভাবে চলতে থাকলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভবিষ্যৎ কার্যত ভাগ্যের উপরেই নির্ধারণ করতে হবে। ইতিমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো এতবড় হাইভোল্টেজ ম্যাচের জন্য মাঠ নির্বাচন করা নিয়ে তুমুল কটাক্ষের মধ্যে পড়তে হচ্ছে আইসিসিকে।
শুক্রবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঝোড়ো বৃষ্টি আর শোচনীয় মাঠের জন্য প্রথম দিনের খেলা বাতিল হয়ে যায়। দ্বিতীয় দিনের খেলা শুরু করতে ৩০ মিনিট দেরি হয়ে যায়। তারপরেও খেলা শুরু হলে কম আলোর জন্য তা কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়াররা। এবার চতুর্থ দিনের খেলাও ভেস্তে গেল খারাপ আবহাওয়ার জন্য। এই নিয়ে সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য নির্ধারণ করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুলোধোনা করা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসিকে। সাউদাম্পটনে গোটা সপ্তাহ ভারী বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও এতবড় ম্যাচ সেখানে করানোর সিদ্ধান্তে একেবারেই খুশি নন ক্রিকেট বিশেষজ্ঞরাও।
তৃতীয় দিনের শেষে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২ উইকেট খুইয়ে ১০১ রান সংগ্রহ করেছে। প্রথম ইনিংসে এখনও পর্যন্ত কিউয়িরা ভারতের থেকে ১১৬ রান পিছিয়ে রয়েছে। কিন্তু বৃষ্টিতে বারবার এইভাবে খেলা ভেস্তে গেলে ম্যাচের ফলাফলের জন্য কার্যত ভাগ্যের উপরেই নির্ভর করতে হবে। এদিকে খারাপ আবহাওয়ার কথা ভেবে ৫ দিনের জায়গায় ১টি অতিরিক্ত দিন রাখা হয়েছে। কিন্তু গোটা দুই দিনের খেলা এখনই ভেস্তে গেল বৃষ্টির জন্য। হাতে আর বাকি দু’টো দিন। এইভাবে খারাপ আবহাওয়ায় ধুঁকতে ধুঁকতে খেলা কতদূর গড়ায় সেটাই দেখার।