২০১৮ সালে ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন কিলিয়ান এমবাপ্পে। পুরস্কারের দৌড়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন রাফায়েল ভারানে ও আঁতোয়া গ্রিজম্যান। তিনজনই গত মরসুম দুর্দান্ত কাটিয়েছেন। তবে দুজনকে পিছনে ফেলে বর্ষসেরা হয়েছেন এমবাপ্পে। এমবাপ্পে সদ্য পা দিয়েছেন ২০-এ। তাঁকে বর্ষসেরার স্বীকৃতি দিয়েছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। তাদের যুক্তি, দীর্ঘ ২০ বছর পর রাশিয়া বিশ্বকাপ-২০১৮ জিতেছে ফ্রান্স। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বর্ষসেরা হয়েছেন এমবাপ্পে। তার পরে গ্রিজম্যান ও ভারানে। রাশিয়ায় তিনি গড়েন সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করার নজির। পাশাপাশি সবচেয়ে তরুণ হিসেবে ফাইনালেও গোল করার কীর্তি গড়েন। দুটি রেকর্ডেই বসেন ফুটবল রাজাখ্যাত ব্রাজিল কিংবদন্তি পেলের পাশে। সবমিলিয়ে চার গোল করে সেরা উদীয়মান ফুটবলের পুরস্কারও জেতেন ফরাসি বিস্ময়। শুধু বিশ্ব ট্রফি নয়, পিএসজিকে ফ্রেঞ্চ লিগ ওয়ান চ্যাম্পিয়ন করতেও সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।
২০১৮: বর্ষসেরা ফুটবলারদের নামের তালিকা প্রকাশ
২০১৮ সালে ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন কিলিয়ান এমবাপ্পে। পুরস্কারের দৌড়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন রাফায়েল ভারানে ও আঁতোয়া গ্রিজম্যান। তিনজনই গত মরসুম দুর্দান্ত কাটিয়েছেন। তবে দুজনকে পিছনে ফেলে বর্ষসেরা হয়েছেন এমবাপ্পে। এমবাপ্পে সদ্য পা দিয়েছেন ২০-এ। তাঁকে বর্ষসেরার স্বীকৃতি দিয়েছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। তাদের যুক্তি, দীর্ঘ ২০ বছর পর রাশিয়া বিশ্বকাপ-২০১৮ জিতেছে ফ্রান্স। সেখানে গুরুত্বপূর্ণ