ত্বকের সংক্রমণ অবধারিত! মহাকাশে আর কোন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

নয়াদিল্লি: মহাকাশ নিয়ে কৌতূহল শেষ হওয়ার নয়। কারণ মহাকাশ সম্পর্কে অধিকাংশ তথ্যই যে আমাদের অজানা। তাই যত জানা যায় ততই ভালো। এই প্রেক্ষিতে মহাকাশে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করে অনেকে। কিন্তু সকলে যেতে পারে কই। কিন্তু যারা গিয়েছেন তাদের কী অভিজ্ঞতা? কী কী বিষয়ে সমস্যা হয় বা কোন কোন বিষয় নিয়ে ভয় থাকে? এই নিয়ে বৈজ্ঞানিকরা যথাযথ জানিয়েছেন এবং তা জানার পর অনেকের হয়তো মহাকাশ যাওয়ার ইচ্ছা আর থাকবে না।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, মহাকাশে গেলে প্রথমেই যেটা হবে সেটা হল শরীরের ওপর মহাজাগতিক বিকিরণের চরম প্রভাব। শরীরের প্রায় প্রতিটি তন্ত্র, শরীরের কার্ডিয়োভাসকুলার এবং মেটাবলিক সিস্টেম থেকে শুরু করে ইমিউন সিস্টেম, সবই ক্ষতিগ্রস্ত হতে পারে। স্পেস হেলথ রিসার্চ অনুযায়ী দীর্ঘ দিনের মহাকাশ যাত্রা কোনও মানুষের ওপর এই ধরনের মারাত্মক প্রভাব ফেলবে। গবেষণায় দেখা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে মহাকাশচারীদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। মহাকাশচারীরা মহাকাশে অনেক ক্ষেত্রেই ভাইরাল সংক্রমণে কাবু হন। তাহলে কী সেখানেই রয়েছে কোনও অজানা ভাইরাস?
গবেষকরা জানাচ্ছেন, বাইরে নয়, ভাইরাসগুলি তাঁরা পৃথিবী থেকেই নিজের শরীরে বহন করে নিয়ে যান। আসলে শরীরের ভিতর যে সব ভাইরাসগুলি দীর্ঘ দিন লুকিয়ে থাকে, তারাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে আক্রমণ করে। আর মহাকাশচারীদের ক্ষেত্রে এটাই সবথেকে মারাত্মক হয়। মহাকাশে গেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই দুর্বল হয়ে পড়ে যে সেই ভাইরাসগুলি ভীষণ রকম প্রভাব বিস্তার করতে শুরু করে। একই সঙ্গে, তাদের ত্বকে বিভিন্ন রকম সংক্রমণ শুরু হয়। সুতরাং, মহাকাশ যাত্রা এত সহজ নয়!