চাঁদের মাটিতে কী আছে? উত্তর খুঁজছে ভারত

শ্রীহরিকোটা: চাঁদে কি জল ছিল বা আছে? সেই ছয়ের দশক থেকে এই প্রশ্নের উত্তর খুঁজছেন গোটা পৃথিবীর মহাকাশ বিজ্ঞানীরা৷ সেই সন্ধানে চাঁদের বুকে যন্ত্র নামানো থেকে শুরু করে মানুষও পৌঁছে গিয়েছে৷ তা সত্ত্বেও চাঁদের মাটিতে জল ছিল অধরাই৷ মহাকাশ গবেষণায় নবীন ভারতকে নিয়ে সেভাবে কেউ কোনও গুরুত্বই দেয়নি৷ অথচ সেই ভারতই প্রথম বিশ্বের দরবারে প্রমাণ

চাঁদের মাটিতে কী আছে? উত্তর খুঁজছে ভারত

শ্রীহরিকোটা: চাঁদে কি জল ছিল বা আছে? সেই ছয়ের দশক থেকে এই প্রশ্নের উত্তর খুঁজছেন গোটা পৃথিবীর মহাকাশ বিজ্ঞানীরা৷ সেই সন্ধানে চাঁদের বুকে যন্ত্র নামানো থেকে শুরু করে মানুষও পৌঁছে গিয়েছে৷ তা সত্ত্বেও চাঁদের মাটিতে জল ছিল অধরাই৷ মহাকাশ গবেষণায় নবীন ভারতকে নিয়ে সেভাবে কেউ কোনও গুরুত্বই দেয়নি৷ অথচ সেই ভারতই প্রথম বিশ্বের দরবারে প্রমাণ এনে দিয়েছিল চাঁদে একদা জল ছিল৷

সালটা ছিল, ২০০৮৷ এখন ২০১৯৷ ১০ বছর অতিক্রম করে মহাকাশ গবেষণায় এখন বেশ সবল হয়ে উঠেছে ভারত৷ তাই ভারতের দিকে তাকিয়ে বিশ্বের অন্য দেশগুলিও৷ আর তাই ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো এবার চাঁদের মাটিতে জল ছিল থাকার সেবিষয়ে আরও গবেষণা করতে উদ্যোগী৷ সেই লক্ষ্যেই সোমবার জিএসএলভি মার্ক-থ্রি রকেটে করে চাঁদের উদ্দেশে রওনা দিল চন্দ্রযান-২৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 1 =