কার্টোস্যাট ৩ কী? ঠিক কী ক্ষমতা রয়েছে ইসরোর নয়া উপগ্রহে?

নয়াদিল্লি: গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার পরিবর্তন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহবিদদের৷ এই গবেষণায় একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র মহাকাশ গবেষণা কেন্দ্রগুলি৷ আবহাওয়ার উপর নজরদারি বাড়াতে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের আরও একটি সফল উৎক্ষেপণ৷ মহাকাশ গবেষণায় ইসরোর সাফল্যে নতুন পালক জুড়ল কার্টোস্যাট ৩ স্যাটেলাইট৷ বুধবার সকাল ৯টা বেজে ২৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র

d6a3c35bb4c2875ab6d7d76cb01577ae

কার্টোস্যাট ৩ কী? ঠিক কী ক্ষমতা রয়েছে ইসরোর নয়া উপগ্রহে?

নয়াদিল্লি: গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার পরিবর্তন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহবিদদের৷ এই গবেষণায় একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র মহাকাশ গবেষণা কেন্দ্রগুলি৷ আবহাওয়ার উপর নজরদারি বাড়াতে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের আরও একটি সফল উৎক্ষেপণ৷ মহাকাশ গবেষণায় ইসরোর সাফল্যে নতুন পালক জুড়ল কার্টোস্যাট ৩ স্যাটেলাইট৷

বুধবার সকাল ৯টা বেজে ২৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল ‘পিএসএলভি-সি৪৭’-রকেটে চড়ে মহাকাশে পাড়ি দিল কার্টোস্যাট ৩ স্যাটেলাইট৷ এই যাত্রায় কার্টোসাট ৩-র সঙ্গী আমেরিকার আরও ১৩টি স্যাটেলাইট৷ আমেরিকার সঙ্গে ভারতের ‘নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড’ (এনসিল)-এর চুক্তির ভিত্তিতেই এই ১৩টি কৃত্রিম উপগ্রহকে প্রতিস্থাপন করা হবে ‘সান সিনক্রোনাস অরবিট-এ৷ এপর্যন্ত মোট ৩০০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরো৷ সেক্ষেত্রে এই সাফল্য ইসরোর স্যাটেলাইট উৎক্ষেপণের ইতিহাসে নতুন রেকর্ড৷

পৃথিবী থেকে ৫০৯ কিলোমিটার দূরে কক্ষপথে, ৯৭.৫ ডিগ্রি কোণে প্রদক্ষিণ করবে কার্টোস্যাট ৩৷ ভারতের তৃতীয় প্রজন্মের এই স্যাটেলাইটটির ওজন ১৬২৫ কেজি৷ কার্টোস্যাট-৩-এর ক্যামেরা এতটাই সূক্ষ যে এর কক্ষপথ থেকে প্রায় ৫০৯ কিলোমিটার দূরে ২৫ সেন্টিমিটারের ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকেও দেখাতে পারবে৷ ইসরো জানিয়েছে, কার্টোস্যাট ৩ উপগ্রহের কাজ হবে সীমান্তে কড়া নজরদারি রাখা৷ সেখানকার প্রতি মুহূর্তের গতিবিধি ভারতীয় সেনাকে জানিয়ে দেবে এই উপগ্রহ৷

শত্রুপক্ষের সেনাঘাঁটি এমনকি জঙ্গিদের গোপন ঘাঁটিগুলিতেও নিখুঁত ভাবে নজরদারি চালাতে পারবে এই স্যাটেলাইট৷ এর ক্যামেরায় ধরা পড়বে জঙ্গিদের বন্দুক, বাঙ্কারও৷ গাছপালার আড়ালে লুকিয়ে থাকা শত্রুদের গোপন সুড়ঙ্গও চিহ্নিত করবে এই স্যাটেলাইট৷ সুতরাং আবহাওয়ার পাশাপাশি দেশের প্রতিরক্ষার ক্ষেত্রেও অত্যন্ত কার্যকরী হবে কার্টোস্যাট ৩৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *