আজ চাঁদের বুকে উড়বে তেরঙ্গা, ইতিহাসের পথে ভারতের চন্দ্রযান অভিযান

নয়াদিল্লি: ইতিহাসের গড়ার সন্ধিক্ষণে ভারত৷ এই প্রথম দেশীয় প্রযুক্তি ব্যবহার করে আজ রবিবার গভীর রাত ২টো ৫১ মিনিটে যাত্রা শুরু করবে চন্দ্রযান-২৷ ইসরোর এই অভিানে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ভারতীয় বিজ্ঞানীরা৷ তুঙ্গে আত্মবিশ্বাস৷ চাঁদের মাটিকে স্পর্শ করার কৃতিত্ব রয়েছে পৃথিবীর শুধুমাত্র তিনটি দেশের কাছে৷ এবার আমেরিকা, রাশিয়া ও চির পর এবার সেই তালিকায়

আজ চাঁদের বুকে উড়বে তেরঙ্গা, ইতিহাসের পথে ভারতের চন্দ্রযান অভিযান

নয়াদিল্লি: ইতিহাসের গড়ার সন্ধিক্ষণে ভারত৷ এই প্রথম দেশীয় প্রযুক্তি ব্যবহার করে  আজ রবিবার গভীর রাত ২টো ৫১ মিনিটে যাত্রা শুরু করবে চন্দ্রযান-২৷ ইসরোর এই অভিানে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ভারতীয় বিজ্ঞানীরা৷ তুঙ্গে আত্মবিশ্বাস৷ চাঁদের মাটিকে স্পর্শ করার কৃতিত্ব রয়েছে পৃথিবীর শুধুমাত্র তিনটি দেশের কাছে৷ এবার আমেরিকা, রাশিয়া ও চির পর এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে ভারত৷

চাঁদে পৌঁছানোর লড়াইটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৬০ বছর আগে৷ ১৯৫৮ সাল থেকে শুরু লড়াই৷ কে আগে চাঁদে পৌঁছাতে পারবে, তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা ছিল আমেরিকা ও রাশিয়ার মধ্যে৷ ১৯৫৯ সালের ১৩ সেপ্টেম্বর প্রথম চাঁদের মাটি স্পর্শ করেছিল রাশিয়ার মহাকাশযান লুনা-২৷ এরপরে আমেরিকা রাশিয়াকে টক্কর দিতে ১৯৬৯ সালে প্রথম মানুষ পাঠিয়ে দেয় চাঁদে৷ এবার চিনের পর ভারতের পালা৷

আমেরিকা যখন চাঁদে মানুষ পৌঁছে দিয়েও সেখানে জলের অস্তিত্ব থাকার প্রমাণ খুঁজতে ব্যর্থ হল, তখনই ভারতের প্রথম অভিযান চন্দ্রযান-১ কক্ষপথে ঘুরতে ঘুরতেই সফলভাবে খুঁজে ফেলল পৃথিবীর উপগ্রহে একসময় জল ছিল৷  পরবর্তী সময়ে গোটা বিশ্বের তাবড়ও মহাকাশ বিজ্ঞানীদের সেই তথ্য সঠিক বলে মেনে নিতে হয়েছে৷

ভারতীয় বিজ্ঞানীরা জানিয়েছেন, চন্দ্রযান-২ সফলভাবে উৎক্ষেপিত হলে ও তার যাত্রাপথে কোনও সমস্যা না হলে আগামী ৬ সেপ্টেম্বর চাঁদের মাটিতে পা রাখবে ভারত৷ আজ থেকে ৬০ বছর আগে ১৯৫৯ সালের ১৩ সেপ্টেম্বর পৃথিবী থেকে পাঠানো প্রথম কোনও যন্ত্র চাঁদের বুকে সফলভাবে নেমেছিল৷ তাই এই দুই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে ভারতীয় চন্দ্রযান-২ ও সাফল্যের মুখ দেখে কি না, সেদিকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + twenty =