এবার মহাকাশে গেল ১২টি মদের বোতল, কেন জানেন?

ওয়াশিংটন: উৎকৃষ্ট মানের ফরাসি ওয়াইন ভর্তি ১২টি বোতল পাঠানো হল মহাকাশে৷ গুণগত মান বৃদ্ধির জন্য ওয়াইন দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয়৷ একেই বলা হয় ওয়াইনের ইজিং৷ মহাকাশে বিকিরণ ও ভরশূন্য অবস্থায় ওয়াইনের এজিং পদ্ধতির উপর কী প্রভাব ফেলে, তা জানার জন্য স্পেস সেন্টারে পাঠানো হয়েছে মদের বোতল৷ পৃথিবীতে এজিংয়ের সঙ্গে মহাকাশের এজিংয়ের কী তারতম্য লক্ষ্য

এবার মহাকাশে গেল ১২টি মদের বোতল, কেন জানেন?

ওয়াশিংটন: উৎকৃষ্ট মানের ফরাসি ওয়াইন ভর্তি ১২টি বোতল পাঠানো হল মহাকাশে৷ গুণগত মান বৃদ্ধির জন্য ওয়াইন দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা হয়৷ একেই বলা হয় ওয়াইনের ইজিং৷

মহাকাশে বিকিরণ ও ভরশূন্য অবস্থায় ওয়াইনের এজিং পদ্ধতির উপর কী প্রভাব ফেলে, তা জানার জন্য স্পেস সেন্টারে পাঠানো হয়েছে মদের বোতল৷ পৃথিবীতে এজিংয়ের সঙ্গে মহাকাশের এজিংয়ের কী তারতম্য লক্ষ্য করা যাচ্ছে, মূলত তা জানার জন্যই এই উদ্যোগ গবেষকদের৷ এক বছর পর সেগুলিকে ফিরিয়ে আনা হবে৷ মহাকাশ থেকে ফরাসি ওয়াইনের সেই বোতলগুলিকে ধাতুর কন্টেনারে ভরে পাঠানো হয়েছে আন্তর্জাতিক স্পেস সেন্টারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =