Aajbikel

পৃথিবীর অদূরে রয়েছে আরও একটি পৃথিবী, মিলেছে জল-প্রাণ

ওয়াশিংটন: চাঁদের গোপন রহস্য উন্মোচনে যখন উঠে পড়ে লেগেছেন ইসরোর বিজ্ঞানীরা, ঠিক তখনই মহাকাশে আরও একটি পৃথিবীর খোঁজ পেলেন জোতির্বিজ্ঞানীরা৷ তাঁদের দাবি, সেখানে পৃথিবীর মতো নিয়ে বায়ুমণ্ডল রয়েছে৷ আছে প্রাণের অস্তিত্ব৷ মিলেছে জল৷ একটি গবেষণাপত্রে নাসার সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই দাবি করা হয়েছে৷ সেখানে জানানো হয়েছে, এই প্রথম কোনও বহির্গ্রহের অস্তিত্ব মিলেছে৷ এখন সেখানেই ঘাঁটি
 | 
পৃথিবীর অদূরে রয়েছে আরও একটি পৃথিবী, মিলেছে জল-প্রাণ

ওয়াশিংটন: চাঁদের গোপন রহস্য উন্মোচনে যখন উঠে পড়ে লেগেছেন ইসরোর বিজ্ঞানীরা, ঠিক তখনই মহাকাশে আরও একটি পৃথিবীর খোঁজ পেলেন জোতির্বিজ্ঞানীরা৷ তাঁদের দাবি, সেখানে পৃথিবীর মতো নিয়ে বায়ুমণ্ডল রয়েছে৷ আছে প্রাণের অস্তিত্ব৷ মিলেছে জল৷ একটি গবেষণাপত্রে নাসার সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই দাবি করা হয়েছে৷ সেখানে জানানো হয়েছে, এই প্রথম কোনও বহির্গ্রহের অস্তিত্ব মিলেছে৷ এখন সেখানেই ঘাঁটি বানানোর লক্ষ্য নিয়েছেন নাসার বিজ্ঞানীরা৷

বিজ্ঞানীরা জানিয়েছেন, সৌরমণ্ডল থেকে প্রায় ১১০ আলোকবর্ষ দূরে পৃথিবীর মতো আরও একটি গ্রহ রয়েছে৷ যার নাম দেওয়া হয়েছে ‘কে-টু ১৮’৷ ওই গ্রহটি সূর্যকে প্রদক্ষিণ করছে বলেও জানানো হয়েছে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকদের তরফে৷ ওই গ্রহটি পৃথিবীর দ্বিতীয় সংস্করণ বলেও নাসার বিজ্ঞানীদের অনুমান৷ গ্রহটির ভর পৃথিবী থেকে প্রায় ৮ গুণ বেশি বলেও জানিয়েছে৷এছাড়াও সেখানে বায়ুমণ্ডলের উপস্থিত থাকার প্রমাণ রয়েছে৷

বিজ্ঞানীদের গবেষণাপত্র দাবি করা হয়েছে, ২০১৬ থেকে ২০১৭ এর মধ্যে প্রথমেই গ্রহের সন্ধান শুরু হয়৷ তারপর বেশ কিছু তথ্য অনুসন্ধান করে ওই গ্রহের জলীয় বাষ্প ও হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে৷ একইসঙ্গে জল থাকলে সেখানে প্রাণের অস্তিত্ব মিলতে পারে বলেও মত বিজ্ঞানীদের৷

Around The Web

Trending News

You May like