পৃথিবী ছিল বেগুনি, কী ভাবে বদলে গেল জানেন? অবাক কাণ্ড

পৃথিবী কি চিরকালই এমন ছিল? বিজ্ঞান আমাদের জানিয়েছে, মোটেও না। সেই আদি কাল থেকে ক্রমাগত বদলে গিয়ে আজকের পৃথিবী। আদি পৃথিবীর চেহারার অন্যতম এক চমক হল, সেই সময় এই গ্রহ মোটেও আজকের মতো সবুজে ভরা ছিল না। ছিল বেগুনি রঙের! তেমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। কেন এমন বর্ণ ছিল পৃথিবীর? এবিষয়ে জানিয়েছেন গবেষক শিলাদিত্য দাসশর্মা। আন্তর্জাতিক বিজ্ঞান

পৃথিবী ছিল বেগুনি, কী ভাবে বদলে গেল জানেন? অবাক কাণ্ড

পৃথিবী কি চিরকালই এমন ছিল? বিজ্ঞান আমাদের জানিয়েছে, মোটেও না। সেই আদি কাল থেকে ক্রমাগত বদলে গিয়ে আজকের পৃথিবী। আদি পৃথিবীর চেহারার অন্যতম এক চমক হল, সেই সময় এই গ্রহ মোটেও আজকের মতো সবুজে ভরা ছিল না। ছিল বেগুনি রঙের! তেমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা।

কেন এমন বর্ণ ছিল পৃথিবীর? এবিষয়ে জানিয়েছেন গবেষক শিলাদিত্য দাসশর্মা। আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট ‘লাইভসায়েন্স’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক বছর দশেক আগেই বিষয়টি নজরে আনেন। তাঁর বক্তব্য, আদিম সেই পৃথিবী দখলে ছিল বেগুনি রংয়ের এককোষী অণুজীবদের। সেই কারণে মহাকাশ থেকে পৃথিবীকে দেখাত বেগুনি রঙের। কিন্তু তারা কেন টিকে থাকল না? বিবর্তনের নিয়মেই তারা হারিয়ে গিয়েছে। সবুজ ক্লোরোফিল আসার পরে তারাই ধীরে ধীরে হারিয়ে দেয় বেগুনি রংকে। তবে এ নিয়ে অন্য তত্ত্বও আছে। কিন্তু শিলাদিত্যর গবেষণা এক অন্য দিশাও দেখায়। ভিনগ্রহেও এমন বেগুনি রঙের প্রাণ থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + nineteen =