ভারতের ধ্বংস করা স্যাটেলাইট প্রায় ৪০০ টুকরো হয়ে মাহাকাশে ভেসে বেড়াচ্ছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, এটা ভয়ঙ্কর ঘটনা। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের কাছে তা ক্ষতিকর। নাসার প্রশাসক জিম ব্রিডেনস্টাইন জানিয়েছেন, এপর্যন্ত ৬০টি টুকরোর সন্ধান পাওয়া গিয়েছে। তার মধ্যে ২৪টি মহাকাশ কেন্দ্রের কাছাকাছি রয়েছে। তার ফেল কেন্দ্রের ক্ষতির আশঙ্কা রয়েছে।
এইভাবে মহাকাশে ধ্বংসাবশেষের অংশ ছড়িয়ে দেওয়া অতি ভয়ঙ্কর ঘটনা। ভবিষ্যতের মানুষের মহাকাশ যাত্রার পক্ষে তা মোটেই বাঞ্ছনীয় নয়। তাঁরই কথায়, গতসপ্তাহের ভারতের এস্যাট পরীক্ষায় উপগ্রহের ৪০০ টুকরো হয়েছে। নাসা এখন ১০ সেন্টিমিটার বা তারথেকে বড় টুকরোগুলির অনুসন্ধান চালাচ্ছে। ভারতের এই পরীক্ষার ফলে অন্য দেশও এমন পরীক্ষা চালাতে পারে বলে তাঁর আশঙ্কা।