নিঃসন্তান দম্পতিদের সুখবর শোনাল রাজ্য সরকার

কলকাতা: সন্তানহীনতার কষ্ট কী ভুক্তভোগীরা জানেন৷ আর সেই কষ্ট-যন্ত্রণা খুব সম্ভবত ভাষায় প্রকাশ করা সম্ভব নয়৷ আর এই যন্ত্রণার সঙ্গেই বাড়তে থাকে সম্পর্কে ভাঙন, আশন্তির কালো মেঘ৷ এমন উদাহরণ আছে প্রচুর৷ কিন্তু, সেই সমস্ত কালো মেঘ দূর করে সন্তানহীন দম্পতিদের বড় পদক্ষেপ কার্যকর করতে চলেছে রাজ্য সরকার৷ সন্তানহীনতার যন্ত্রণা মুক্তি ঘটাতে রাজ্যের প্রথম এই উদ্যোগকে

নিঃসন্তান দম্পতিদের সুখবর শোনাল রাজ্য সরকার

কলকাতা: সন্তানহীনতার কষ্ট কী ভুক্তভোগীরা জানেন৷ আর সেই কষ্ট-যন্ত্রণা খুব সম্ভবত ভাষায় প্রকাশ করা সম্ভব নয়৷ আর এই যন্ত্রণার সঙ্গেই বাড়তে থাকে সম্পর্কে ভাঙন, আশন্তির কালো মেঘ৷ এমন উদাহরণ আছে প্রচুর৷ কিন্তু, সেই সমস্ত কালো মেঘ দূর করে সন্তানহীন দম্পতিদের বড় পদক্ষেপ কার্যকর করতে চলেছে রাজ্য সরকার৷

সন্তানহীনতার যন্ত্রণা মুক্তি ঘটাতে রাজ্যের প্রথম এই উদ্যোগকে ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলে দিয়েছে৷
জানা গিয়েছে, সন্তানহীন দম্পতিদের মুখে হাসি ফোটাতে এবার নিখরচায় রাজ্যে প্রথম সরকারি টেস্টটিউব বেবি সেন্টার গড়ে তোলা হবে৷ এই আইভিএফ কেন্দ্রটি গড়ে উঠছে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে৷

সূত্রের খবর, রাজ্য সরকার এই প্রকল্পের জন্য আনুমানিক ১ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে৷ ইতিমধ্যেই ৯০ শতাংশ কাজ এগিয়ে গিয়েছে৷ এসেছে গিয়েছে আধুনিক যন্ত্রপাতি৷

পরিসংখ্যান বলছে, প্রতি ৭ দম্পতির মধ্যে একজন সন্তানহীনতায় ভুগছেন৷ ব্যতিক্রম নয় বাংলাও৷ আধুনিক সমাজ জীবনে সন্তানহীনতার কষ্ট, দাম্পত্য কলহে একটি নতুন মাত্রা যুগিয়েছে৷ সন্তানহীনতা যেমন সম্পর্ক ভাঙতে একপ্রকার বাধ্য করছে, ঠিক তেমনি গুমড়ে কাঁদছে দম্পতির সুখ৷ মা-বাবা হওয়ার স্বপ্ন৷

আর সেই স্বপ্ন পূরণে এবার সরকারি উদ্যোগে চালু হচ্ছে আইভিএফ পদ্ধতি৷ তবে, বাজারচলতি এই পদ্ধতি প্রচুর খরচ সাপেক্ষ৷ কিন্তু রাজ্য সরকারের উদ্যোগে গড়ে ওঠা প্রকল্প কার্যকর হলে উপকৃত হবেন সাধারণ জনতা৷ মনে করছে পর্যবেক্ষক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *