পৃথিবীর প্রাচীনতম পাথর পাওয়া গেল চাঁদের বুকে

ওয়াশিংটন: পৃথিবীর প্রাচীনতম পাথরের সন্ধান মিলল চাঁদ থেকে নিয়ে আসা নমুনার মধ্যে৷ যদিও এখনও বিষয়টি সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত নন বিজ্ঞানীরা৷ ১৯৭১ সালে চন্দ্রাভিযানে গিয়েছিল মার্কিন মহাকাশযান অ্যাপোলো ১৪৷ চাঁদের বুক থেকে বেশ কিছু পাথরের নমুনা নিয়ে এসেছিলেন সেই অভিযানে থাকা মহাকাশচারীরা৷ মার্কিন সংস্থা সেন্টার ফর লুনার সায়েন্স অ্যান্ড এক্সপ্লোরেশনের গবেষকদের ধারণা, ও. নমুনাগুলির মধ্যে

057c84cc6937e9493557189d22718045

পৃথিবীর প্রাচীনতম পাথর পাওয়া গেল চাঁদের বুকে

ওয়াশিংটন: পৃথিবীর প্রাচীনতম পাথরের সন্ধান মিলল চাঁদ থেকে নিয়ে আসা নমুনার মধ্যে৷ যদিও এখনও বিষয়টি সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত নন বিজ্ঞানীরা৷ ১৯৭১ সালে চন্দ্রাভিযানে গিয়েছিল মার্কিন মহাকাশযান অ্যাপোলো ১৪৷ চাঁদের বুক থেকে বেশ কিছু পাথরের নমুনা নিয়ে এসেছিলেন সেই অভিযানে থাকা মহাকাশচারীরা৷

মার্কিন সংস্থা সেন্টার ফর লুনার সায়েন্স অ্যান্ড এক্সপ্লোরেশনের গবেষকদের ধারণা, ও. নমুনাগুলির মধ্যে একটি পৃথিবীর প্রাচীনতম পাথর৷ কোনও একটি বিশালাকৃতি উল্কা বা ধূমকেতুর আকর্ষণে পাথরটি পৃথিবী থেকে ছিটকে গিয়েছিল৷ সেটি কোনওভাবে কাছে থাকা চাঁদে গিয়ে পড়ে৷ একটি নমুনার মধ্যে মিশে ছিল পাথরটি৷ তার মধ্যে কোয়ার্ত্জ, ফেল্ডস্পার এবং জাইর্কনের হদিশ পেয়েছেন গবেষকরা৷ যা মূলত পৃথিবীতেই পাওয়া যায়৷ চাঁদে এগুলির হদিশ মেলাকে অস্বাভাবিক বলেই মনে করা হচ্ছে৷ বিজ্ঞানীদের ধারণা, পাথরটি অন্তত ৪০০ কোটি বছর আগে ভূপৃষ্ঠের প্রায় ২০ কিলোমিটার তলায় ক্রিস্টালাইজ হয়েছিল৷ সেখান থেকেই কোনও বড়সড় দুর্ঘটনার কারণে সেটি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে চলে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *