ব্রাজিলিয়া: বিশ্বে প্রথম মৃতার জরায়ু প্রতিস্থাপন করে সন্তানের জন্ম দিলেন মা। ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। জানা গিয়েছে, মৃতার জরায়ু নিজের শরীরে প্রতিস্থাপন করে কন্যাসন্তানের মা হয়েছেন ব্রাজিলেরই এক যুবতি। ব্রাজিলের সাও পাওলো ইউনিভার্সিটি হাসপাতালের ডাক্তার ড্যানি আইজেনবার্গ এই প্রজেক্টের নেতৃত্বে ছিলেন। তিনি বলেন, ১০ ঘন্টা অপারেশনের পর মৃত দাতার শরীর থেকে জরায়ুটি নিয়ে প্রতিস্থাপন করা হয়। তখন গ্রহীতার বয়স ছিল ৩২। সিজারিয়ান সেকশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়েছে। উল্লেখ্য, এর আগেও ৩৯টি জরায়ু প্রতিস্থাপন এই প্রক্রিয়ায় হয়েছে, যেখানে জীবিত মহিলার জরায়ু প্রতিস্থাপিত হয়েছে অন্য মহিলার দেহে।
বিশ্বে প্রথম মৃতের জরায়ু প্রতিস্থাপন করে সন্তান প্রসব করলেন মা
ব্রাজিলিয়া: বিশ্বে প্রথম মৃতার জরায়ু প্রতিস্থাপন করে সন্তানের জন্ম দিলেন মা। ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। জানা গিয়েছে, মৃতার জরায়ু নিজের শরীরে প্রতিস্থাপন করে কন্যাসন্তানের মা হয়েছেন ব্রাজিলেরই এক যুবতি। ব্রাজিলের সাও পাওলো ইউনিভার্সিটি হাসপাতালের ডাক্তার ড্যানি আইজেনবার্গ এই প্রজেক্টের নেতৃত্বে ছিলেন। তিনি বলেন, ১০ ঘন্টা অপারেশনের পর মৃত দাতার শরীর থেকে জরায়ুটি নিয়ে প্রতিস্থাপন করা হয়।