বেঙ্গালুরু: ভারতের অবজার্ভেশন স্যাটেলাইট হাইসিস মহাকাশ থেকে প্রথম ছবিটি পাঠাল৷ সেই ছবিতে ধরা পড়েছে গুজরাতের লাখপত এলাকা। হাইসিসের পাঠানো ছবির গুণমান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ইসরো কর্তারা। ২৯ নভেম্বর ৩০টি বিদেশি উপগ্রহের সঙ্গে পিএসএলভি-সি৪৩ চড়ে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে রওনা দেয় হাইসিস। ৩৮০ কিলোগ্রামের এই কৃত্রিম উপগ্রহ পৃথিবীর উপরিতলের ছবি পাঠাবে। এই ছবি কৃষি, মাটি সমীক্ষা, পরিবেশের উপর নজরদারিতে ব্যবহার করা হবে।
প্রথম ছবি পাঠাল অবজার্ভেশন স্যাটেলাইট হাইসিস
বেঙ্গালুরু: ভারতের অবজার্ভেশন স্যাটেলাইট হাইসিস মহাকাশ থেকে প্রথম ছবিটি পাঠাল৷ সেই ছবিতে ধরা পড়েছে গুজরাতের লাখপত এলাকা। হাইসিসের পাঠানো ছবির গুণমান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ইসরো কর্তারা। ২৯ নভেম্বর ৩০টি বিদেশি উপগ্রহের সঙ্গে পিএসএলভি-সি৪৩ চড়ে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মহাকাশে রওনা দেয় হাইসিস। ৩৮০ কিলোগ্রামের এই কৃত্রিম উপগ্রহ পৃথিবীর উপরিতলের ছবি পাঠাবে। এই