বেজিং: চাঁদের অন্ধকার দিকে মহাকাশ যান নামাল চীন, সূত্র মার্কিন সংবাদসংস্থা৷ সভ্যতার ইতিহাসে এই প্রথম চাঁদের উল্টোপিঠের নাগাল পেল মানুষ৷ বৃহস্পতিবার যানটি সেখানে অবতরণ করে৷ খুঁজে দেখবে চাঁদের রহস্য৷ ইতিমধ্যে ছবিও পাঠানো শুরু করেছে৷
পৃথিবী থেকে চাঁদের অপর দিকে পৌঁছতে লেগেছে মাসখানেক। মহাকাশে সুপার পাওয়ার হয়ে ওঠার জন্য বহুদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন। সুপার পাওয়ারের স্বীকৃতি পাওয়ার জন্য তাকে এমন কিছু করে দেখাতে হত যা আগে কেউ পারেনি। সেজন্যই চিন চাঁদের উল্টোপিঠে মহাকাশযান পাঠানোর উদ্যোগ নেয়। চিনের সরকারি সংবাদমাধ্যমে বলা হয়েছে, আমাদের চাঙ্গে-৪ মহাকাশযান চাঁদের অন্ধকার দিকে নামতে পেরেছে। সেখানকার ছবিও পাঠিয়ে দিয়েছে কোয়েকিয়াও উপগ্রহে।