নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা মহাকাশে অনুসন্ধান ও তার বাইরে শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশে ভারত ও তিউনেশিয়ার মধ্যে সমঝোতায় অনুমোদন দিয়েছে৷ বেঙ্গালুরুতে ভারত-তিউনেশিয়ার মধ্যে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছে বলে খবর৷
এই সমঝোতা অনুযায়ী দুই দেশের মধ্যে মহাকাশ বিজ্ঞান, প্রযুক্তি, রিমোট সেনসিং ব্যবস্থাপনা, উপগ্রহ যোগাযোগ, উপগ্রহ নির্ভর দিক নির্দেশনা, গ্রহ সংক্রান্ত অনুসন্ধানের বিষয়ে সহযোগিতা সম্ভব হবে। এমনকি এই সমঝোতার ফলে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ও তিউনেশিয়ার জাতীয় মানচিত্রাঙ্কন এবং রিমোট সেন্সিং কেন্দ্রের সদস্যদের নিয়ে একটি কার্যকরী দল তৈরি করা হবে৷ এই দলটি নির্ধারিত সময়ের মধ্যে কার্যকরী পরিকল্পনা গ্রহণ করবে৷ দু’দেশের মধ্যে সমঝোতার বিষয়গুলি রূপায়ণেরও প্রয়াস চালাবে৷ তিউনেশিয়ার যোগাযোগ বৃদ্ধি এবং ডিজিটাল অর্থনীতি দপ্তরের মন্ত্রী ২০১৫ সালে ভারতে সফরের সময় সেদেশের মহাকাশ গবেষণায় ভারতের সঙ্গে সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন৷ তিউনেশিয়া মহাকাশ কর্মসূচি নিয়ে নতুনভাবে কাজ শুরু করেছে এবং তারা এ বিষয়ে ইসরোর অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণে আগ্রহী৷