তৃতীয়বার মহাকাশের পথে ভারতের সুনীতা | Sunita Williams| Space Mission

হিউস্টন: তৃতীয়বারের জন্য ফের মহাকাশে যেতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)৷ এবার তাঁর গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (International Space Station)। সব ঠিকঠাক…

Sunita Williams

হিউস্টন: তৃতীয়বারের জন্য ফের মহাকাশে যেতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস (Sunita Williams)৷ এবার তাঁর গন্তব্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (International Space Station)। সব ঠিকঠাক থাকলে, জুন মাসের প্রথম সপ্তাহে মহাকাশের (space mission) উদ্দেশে যাত্রা শুরু করবে নাসার তৈরি বোয়িং স্টারলাইনার (Boeing Starliner)৷ এবারের মহাকাশ যাত্রায় সুনীতার সফরসঙ্গী হতে চলেছেন আরও এক মহাকাশচারী বুচ উইলমো।

নাসার (NASA) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বোয়িংয়ের ক্রু ফ্লাইটের প্রস্তুতি শেষের মুখে৷ সবকিছুই প্রায় চূড়ান্ত৷ আগামী শনিবার দুপুর ১২টা নাগাদ যাত্রা শুরু করার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এছাড়াও, বিকল্প হিসাবে আরও কয়েকটি সূচিও হাতে রেখে দিয়েছে নাসা৷ সবকিছু ঠিকঠাক থাকলে জুনের প্রথমেই মহাকাশ যাত্রা শুরু হতে পারে৷ তবে, মহাকাশযান নির্মাণে নানান সমস্যা দেখা দেওয়ার এর আগেও মহাকাশ যাত্রার সূচি পরিবর্তন হয়েছিল৷ সার্ভিস মডিউলে হিলিয়াম লিকের কারণে সেবার উৎক্ষেপণ শেষ মুহূর্তে বালিত করা হয়৷ প্রযুক্তিগত সব দিক বিবেচনা করেই উৎক্ষেপণের প্রস্তুতি শুরু করেছে নাসা৷

মহাকাশে স্পেস স্টেশন তৈরি করবে ইসরো, কবে পাড়ি? জানালেন এস সোমনাথ

Science: Sunita Williams embarks on third space mission in June, traveling to International Space Station on Boeing Starliner. NASA prepares for launch after previous delays. Sunita Williams, an Indian-born astronaut, is embarking on her third space mission. This time, her destination is the International Space Station. In June, she will travel on the Boeing Starliner. Sunita’s fellow astronaut, Butch Wilmore, will accompany her on this journey. NASA has announced that the Boeing crew is ready for the mission. The launch is scheduled for next Saturday at 12 pm. Additionally, NASA’s desired mission has faced several obstacles in the past due to issues with the spacecraft’s construction. Last time, the mission was canceled just hours before launch due to a helium leak in the service module. This time, the manufacturing company is taking no risks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *