মাত্র এক টাকায় সুগার পরীক্ষা, নয়া আবিষ্কার বাংলার গবেষকের

কলকাতা: রক্তে সুগারের পরিমাপ করার জন্য পরীক্ষা করলে তার ন্যূনতম খরচ পড়ে ৬০ টাকা৷ বাজারে যেসব কিট কিনতে পাওয়া যায়, তার মধ্যমে পরীক্ষা করলেও খরচ ৪০ টাকার নিচে হওয়ার কথা৷ কিন্তু খড়গপুর আইআইটি গবেষকদের একটি দল দাবি করেছে, তাঁদের আবিষ্কৃত যন্ত্রের মাধ্যমে সুগার পরীক্ষা করলে তার খরচ কিছুতেই এক টাকার বেশি হবে না৷ যন্ত্র কারিগরি

6a410cb4c17aac6ca289f79326b2d09d

মাত্র এক টাকায় সুগার পরীক্ষা, নয়া আবিষ্কার বাংলার গবেষকের

কলকাতা: রক্তে সুগারের পরিমাপ করার জন্য পরীক্ষা করলে তার ন্যূনতম খরচ পড়ে ৬০ টাকা৷ বাজারে যেসব কিট কিনতে পাওয়া যায়, তার মধ্যমে পরীক্ষা করলেও খরচ ৪০ টাকার নিচে হওয়ার কথা৷ কিন্তু খড়গপুর আইআইটি গবেষকদের একটি দল দাবি করেছে, তাঁদের আবিষ্কৃত যন্ত্রের মাধ্যমে সুগার পরীক্ষা করলে তার খরচ কিছুতেই এক টাকার বেশি হবে না৷

যন্ত্র কারিগরি তেমন বিশাল কিছু নয়৷ এতে ব্যবহার করা হয়েছে একটি স্মার্টফোন৷ সঙ্গে রয়েছে আরও কয়েকটি সস্তার উপাদান৷ বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে এই যন্ত্র কাজ করতে পারে৷ গবেষকদের দাবি, গ্রামবাংলায় এমন অনেক জায়গা রয়েছে যেখানে রক্ত পরীক্ষার ব্যবস্থা সহজলভ্য নয়৷ জরুরি কারনে রক্ত পরীক্ষার প্রয়োজন হয়ে অনেকেই বিপদে পড়ে যান৷ এই পরিস্থিতি মোকাবিলার জন্য খড়্গপুরের আইটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সুমন চক্রবর্তী গবেষণা শুরু করেন৷ আন্তর্জাতিক বিজ্ঞানবিষয়ক নামে একটি পত্রিকায় তাঁর গবেষণাপত্র প্রকাশ হয়েছে সম্প্রতি৷

সংবাদমাধ্যমে সুমন জানিয়েছেন, এটি আল্ট্রা ক্লাস ডিভাইস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে৷ এই পদ্ধতি প্রয়োগ করার কোনও জটিলতা নেই৷ বানাতে খরচ খুবই কম৷ একটিমাত্র স্মার্টফোন ও একটি হোল্ডার৷ হোল্ডারে একটি ছোট এলইডি লাইট রয়েছে৷ আলো কাগজের মধ্যে দিয়ে মোবাইলের ক্যামেরা এসে পড়লেই জানা যাবে ফলাফল৷ এই কাগজটি ফিল্টার পেপার৷ ওই কাগজে রাখা থাকবে রক্তের নমুনা৷ সেই ছবি দেখে হিমোগ্লোবিন বা রক্তে শর্করার পরিমাণ নির্ধারণ করা সম্ভব বলেও জানিয়েছেন সুমন বাবু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *