পৃথিবী থেকে দূরত্ব বাড়ছে চাঁদের! ২৫ ঘণ্টায় হবে দিন? কী বলছেন বিজ্ঞানীরা

কলকাতা: পৃথিবী থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে চাঁদ৷ এ কথা অবশ্য কয়েক দশক আগেই জানতে পেরেছিলেন বিজ্ঞানীরা৷ সেই তথ্যই আরও একবার তুলে ধরলেন আমেরিকার উইসকনসিন-ম্যাডিসন…

কলকাতা: পৃথিবী থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে চাঁদ৷ এ কথা অবশ্য কয়েক দশক আগেই জানতে পেরেছিলেন বিজ্ঞানীরা৷ সেই তথ্যই আরও একবার তুলে ধরলেন আমেরিকার উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা৷ তাঁদের দাবি, পৃথিবী থেকে দূরত্ব বাড়ছে চাঁদের৷ প্রতিদিন, পৃথিবী থেকে প্রায় ৩.৮ সেন্টিমিটার দূরে চলে যাচ্ছে তারা আত্মজা৷ মূলত, পৃথিবীর জোয়ার এবং ভাটার কারণে চাঁদ প্রতি সেকেন্ডে কিছুটা করে শক্তি হারাচ্ছে এবং সেই শক্তি চাঁদের গতিবেগ বাড়ানোর মাধ্যমে পৃথিবী থেকে তার দূরত্ব বাড়াতে সাহায্য করছে। এভাবে দূরত্ব বাড়তে থাকলে আগামী দিনে পৃথিবীতে দিনের দৈর্ঘ্য বাড়বে। না, কয়েক মিনিট নয়, গোটা এক ঘণ্টা৷ ২৪ ঘণ্টার বদলে দিন হবে ২৫ ঘণ্টায়৷ কারণ, চাঁদ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর ঘূর্ণনের গতি কমছে এবং দিনের দৈর্ঘ্য বাড়ছে।

 

যদিও এই প্রক্রিয়া খুবই ধীর গতিতে সম্পন্ন হচ্ছে৷ গবেষেকদের দাবি, এই পরিবর্তন হতে সময় লাগতে পারে প্রায় ২০ কোটি বছর। উইসকনসিন-ম্যাডিসন ইউনিভার্সিটির অধ্যাপক স্টিফেন মায়ার্সের ওই গবেষণা রিপোর্টে বলা হয়েছে, আজ থেকে ১৪০ কোটি বছর আগে মাত্র ১৮ ঘণ্টাতেই এক দিন সম্পন্ন হত। সেই সময় বেড়ে ২৪ ঘণ্টায় দাঁড়িয়েছে৷ যা আগামী দিনে আরও বাড়বে৷ তবে এই বিষয়ে আরও গভীর গবেষণার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে৷