দ্রুত কমবে অক্সিজেন, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়বে পৃথিবী, আশঙ্কার বাণী বিজ্ঞানীদের

কলকাতা: ‘বিশ্ব উষ্ণায়ন’! এই শব্দবন্ধটা আজ গোটা পৃথিবীর সামনেই যেন এক অশনি সঙ্কেত। মানবসভ্যতা যত শাখা বিস্তার করেছে, পৃথিবীর বুকে ততই পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। আর দূষণের মধ্যেই লুকিয়ে রয়েছে উষ্ণায়নের বীজ।
দিন দিন বেড়ে চলা দূষণের জেরে ধীরে ধীরে উষ্ণ হচ্ছে পৃথিবী। বাড়ছে গড় তাপমাত্রা৷ উষ্ণতা বৃদ্ধির ফলেই বাড়ছে বাতাসে ক্ষতিকর গ্যাসের পরিমাণ৷ পাল্লা দিয়ে কমছে প্রাণবায়ু৷ তবে বিজ্ঞানীরা এই প্রথম নন, এর আগেও বহুবার বিশ্ব উষ্ণায়ন নিয়ে তাঁরা সতর্ক করেছেন। বারবার মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন৷ কিন্তু হুঁশ ফেরেনি সমাজের৷ নির্বিচারে গাছ কেটে চলছে নগরায়ন৷
বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, এভাবে উষ্ণতা বাড়তে থাকলে এক সময় মেরুপ্রদেশের বরফ গলতে শুরু করবে৷ স্থলভাগ চলে যাবে জলের তলায়। এই ধ্বংস বার্তার মধ্যেই নতুন করে ভবিষ্যদ্বানী করলেন বিজ্ঞানীরা৷ বিজ্ঞানীদের একাংশের মত, আগামী কয়েকশো কোটি বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে আমাদের পৃথিবী৷ তবে সাগরের জলে তলিয়ে নয়৷ বরং ‘শ্বাসরুদ্ধ হয়ে’ মরতে হবে প্রাণিজগৎতে৷ বিজ্ঞানীদের অনুমান, আগামী কয়েকশো বছরে হু হু করে কমতে থাকবে অক্সিজেনের মাত্রা৷ বদলে বাতাসে বৃদ্ধি পাবে মিথেন গ্যাসের পরিমাণ। মিথেন যে কোনও প্রাণীর শরীরের পক্ষেই অত্যন্ত ক্ষতিকর৷