ডাইনোসরদের অবলুপ্তির জন্য দায়ী গ্রহাণুর উৎস খুঁজে পেলেন বিজ্ঞানীরা, কোথা থেকে এসেছিল সেটি?

কলকাতা: আজ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে পৃথিবীর বুক থেকে ডাইনোসরদের নিশ্চিহ্ন করার নেপথ্যে ছিল কি  বিশালাকৃতি এক গ্রহাণুর হাত? এই রহস্যের সমাধানে কাজ করে…

dianosor

কলকাতা: আজ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে পৃথিবীর বুক থেকে ডাইনোসরদের নিশ্চিহ্ন করার নেপথ্যে ছিল কি  বিশালাকৃতি এক গ্রহাণুর হাত? এই রহস্যের সমাধানে কাজ করে চলেছেন বিজ্ঞানীরা। এই মহাজাগতিক বিপর্যয়, যা পৃথিবীর প্রায় তিন-চতুর্থাংশ প্রজাতির বিলুপ্তির কারণ হয়েছিল, তা নিয়ে অসংখ্য আলোচনা এবং তত্ত্ব সামনে এসেছে। সম্প্রতি নতুন একটি গবেষণায় সামনে এল এই বিধ্বংসী গ্রহাণুর আরও অনেক তথ্য৷ যা বহু রহস্যের উন্মোচন করেছে৷

৬৬ মিলিয়ন বছর আগে, আনুমানিক ৬ থেকে ৯ মাইল প্রশস্ত একটি বিশাল গ্রহাণু, বর্তমান মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আঘাত হানে। যা বিশালাকৃত একটি গর্ত (চিকসুলুভ গর্ত) তৈরি করে৷ পৃথিবীর পৃষ্ঠে তৈরি হয় গভীর  ক্ষত৷ এই গর্তটি আকারে ১১২ মাইল প্রশস্ত এবং ১২ মাইল গভীর। এর প্রভাবে সুনামি, দাবানল এবং একটি বৈশ্বিক শীতলতা তৈরি করে৷ যা শেষ পর্যন্ত ডাইনোসর এবং অন্যান্য অসংখ্য প্রজাতির বিলুপ্তির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই বিশ্ব-পরিবর্তনকারী গ্রহাণুটি কোথা থেকে এসেছিল?

গবেষণায় উঠে আসা ফলাফল বেশ চমকপ্রদ। গবেষকরা জানিয়েছেন, ওই গ্রহাণুটি বৃহস্পতির কক্ষপথের বাইরে থেকে এসেছিল। যা আমাদের সৌরজগতের বাইরের অঞ্চল। এই উদ্ঘাটন পূর্ববর্তী তত্ত্বগুলিকে চ্যালেঞ্জ করে। আগে বলা হয়েছিল,এটি একটি ধূমকেতু বা আগ্নেয়গিরির ধ্বংসাবশেষ হতে পারে।