নয়াদিল্লি: জলবায়ু পরিবর্তনের পরিণতি কত মারাত্মক হতে পারে, শৈশবেই তা বুঝে গিয়েছে দ্বিতীয় এই এই ছাত্রী৷ গত শুক্রবার গোটা বিশ্ব যখন আন্তর্জাতিক যোগ দিবস পালনে মগ্ন তখন, ভারতের মণিপুরের বাসিন্দা লিসিপ্রিয়া কাঙ্গুজামের নিঃশব্দে জানাল দ্বিতীয় শ্রেণির ছাত্রী৷ সংসদের বাইরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদি ও অন্য সাংসদদের উদ্দেশ্য করে লেখা প্ল্যাকার্ড নিয়ে জলবায়ু পরিবর্তনের বিপদ নিয়ে সরব হয়েছে মণিপুরের মেয়ে৷
প্ল্যাকার্ড হাতে লিসিপ্রিয়ার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ ছবিতে দেখা গিয়েছে, লিসিপ্রিয়ার প্ল্যাকার্ডে লেখা হয়েছে, ‘‘প্রিয় মিস্টার মোদি ও সাংসদরা৷ জলবায়ু পরিবর্তন আইন পাশ করান৷ আমাদের ভবিষ্যত সুরক্ষিত করুন৷’’
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী লিসিপ্রিয়া বলে, ‘‘সমুদ্রের জলস্তর বাড়ছে৷ আর আমাদের পৃথিবী ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে৷ ফলে, আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে৷ না হলে বিপদ৷’’ চলতি বছরের এপ্রিলে জেনিভায় রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার ডাক পেয়েছিল লিসিপ্রিয়া৷ রাষ্ট্রসঙ্ঘে ডাক পাওয়া সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নজির সৃষ্টিও করেছে সে৷ সেখানে শুধু সে ভারতীয় শিশুদেরই নয় গোটা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শিশুদের প্রতিনিধিত্বও করেছিল৷ রাষ্ট্রসঙ্ঘে লিসিপ্রিয়া জানিয়েছিল, ‘‘টিভিতে প্রকৃতি বিপর্যয়ে মানুষের মৃত্যু দেখলেই আমি খুব ভয় পেয়ে যাই৷ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে মানুষের গৃহহীন হয়ে পড়া বা শিশুদের অনাথ হয়ে যাওয়া আমাকে কাঁদায়৷ আমাদের মতো আগামী প্রজন্মের জন্য এই পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্য আমি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করি৷’’