কলকাতা: গঙ্গায় প্রতিমা বিসর্জনের ফলে তেলের পরিমাণ কয়েক গুণ বেড়ে গিয়েছে৷ ফলে অস্তিত্ব বিপন্ন হতে চলেছে জলজ প্রাণীদের৷ আর এই নিয়ে চিন্তিত পরিবেশবিদরা৷
কেন্দ্রের নির্দেশিকার পরও পরও গঙ্গায় বিসর্জন বন্ধ হয়নি৷ শুধু কলকাতায় নয়, জেলার ঘাট ও গঙ্গার শাখা নদীতেও বিসর্জন হয়েছে৷ শহর কলকাতায় প্রায় ২৭০০টি পুজো হয়৷ এর মধ্যে হাতেগোনা কিছু পুজো কমিটি পরিবেশবান্ধব রং ব্যবহার করে থাকে৷ অধিকাংশ প্রতিমায় ক্ষতিকারক সীসাযুক্ত রং ব্যবহার করা হয়ে থাকে৷ প্রতিমার গায়ের রং উজ্জ্বল করতে তৈলাক্ত পদার্থ মেশানো হয়৷ বিসর্জনে সেইসব প্রতিমা রং থেকে রাসায়নিক নির্গত হয়ে মেশে জলে৷
গত কয়েক বছর ধরে বিসর্জনের সময় গঙ্গা দূষণের নজরদারি চালাচ্ছেন পরিবেশবিদরা৷ এবার অবশ্য গঙ্গা বিসর্জনে আবর্জনা ফেলার পাশাপাশি গঙ্গার জলে তৈলাক্ত পদার্থ কতটা বৃদ্ধি হয়েছে তা নিয়ে নজরদারি চালিয়েছেন পরিবেশবিদরা৷ পরিবেশ বিশেষজ্ঞদের মতে, বিসর্জনের আবর্জনা দূষণ ছড়াচ্ছে৷ প্রতিমার গায়ের রং গঙ্গার জলকে দূষিত করছে৷ এবছর বিসর্জনের পাশাপাশি গঙ্গায় তৈলাক্ততা কতটা হয়েছে সেদিকে নজর রাখা হয়েছিল৷ বিসর্জন পর্ব শুরুর দিন থেকে রাজ্যে যতগুলি ঘাট ও শাখানদী রয়েছে সেগুলি সমীক্ষা চালানো হয় বলে পরিবেশ কর্মীরা জানিয়েছেন৷ সেই সমীক্ষায় দেখা গিয়েছে, তৈলাক্ত পদার্থ পরিমাণ যা পাওয়া গিয়েছে ভয়ংকর৷ এতে জলজ প্রাণীদের জীবন বিপন্ন হতে চলেছে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের৷