অতিরিক্ত ফোন ব্যবহারে শিং গজাচ্ছে মানুষের, বলছে গবেষণা

অস্ট্রেলিয়ার: হাট্টিমাটিম টিম৷ তারা মাঠে পাড়ে ডিম৷ তাদের খাড়া দুটো শিং৷ তারা হাট্টিমাটিম টিম৷ না, আর হাট্টিমাটিম টিম নয়, এবার খোদ মানুষের গজাচ্ছে শিং৷ মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার করলেই মানুষেও গজাচ্ছে সিং৷ এক্সরে রিপোর্টও তা সাফ ধরা পড়েছে৷ অস্ট্রেলিয়ার এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও খুঁজে পেয়েছেন মানুষের নয়া শিং৷ গবেষকরা জানিয়েছেন, মোবাইল ফোন বেশি ব্যবহারের কারণে মানুষের

3117f0e8f0d41d0133a1073ef8100084

অতিরিক্ত ফোন ব্যবহারে শিং গজাচ্ছে মানুষের, বলছে গবেষণা

অস্ট্রেলিয়ার: হাট্টিমাটিম টিম৷ তারা মাঠে পাড়ে ডিম৷ তাদের খাড়া দুটো শিং৷ তারা হাট্টিমাটিম টিম৷ না, আর হাট্টিমাটিম টিম নয়, এবার খোদ মানুষের গজাচ্ছে শিং৷ মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার করলেই মানুষেও গজাচ্ছে সিং৷ এক্সরে রিপোর্টও তা সাফ ধরা পড়েছে৷ অস্ট্রেলিয়ার এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও খুঁজে পেয়েছেন মানুষের নয়া শিং৷

গবেষকরা জানিয়েছেন, মোবাইল ফোন বেশি ব্যবহারের কারণে মানুষের হাড়ের গঠন বদলে দিচ্ছে৷ ১২০০ জন মানুষের মাথায় এক্সরে দেখা মিলেছে এহেন শিংয়ের প্রমাণ৷ দেখা গিয়েছে, দেশের জনসংখ্যার অন্তত ৩৩ শতাংশের মাথার খুলির পিছন দিকের হাড় বেড়ে গিয়েছে৷ বেড়া যাওয়া হাড় ছোট্ট শিংয়ের মতো অংশ তৈরি হচ্ছে৷ এই সমস্যা সবচেয়ে বেশি তরুণ প্রজন্মের মধ্যে৷ কারণ তারাই সবচেয়ে বেশি ফোনে আসক্ত৷

অতিরিক্ত ফোন ব্যবহারে শিং গজাচ্ছে মানুষের, বলছে গবেষণাএর কারণ হিবাসে গবেষকরা বুঝিয়ে দিয়েছেন, সাধারণ বিবর্তনের নিয়ম মেনেই এই পরিবর্তন ঘটছে মানব শরীরে৷ যখন ফোন ব্যবহার করা হচ্ছে, তখন মাথা ঝুঁকে থাকছে স্ক্রিনের দিকে৷ ফলে ওই সময় মাথার সমস্ত ওজন  মেরুদণ্ডের পরিবর্তে মাথার নীচের ও পিছন দিকের পেশিগুলোর উপর পড়ছে৷ বিজ্ঞানীরা বলছেন, মাথার খুলির বেসের অংশের লিগামেন্টের মধ্যের ফলে তৈরি হচ্ছে ছোট একটা হাড়৷ মাথাটাকে সাপোর্ট করছে৷ ঠিক যেমন এক সময় মানুষের হাত ও পায়ের পাতা বড় আর মাথা ছোট ছিল৷ ধীরে ধীরে মস্তিষ্কের ব্যবহার বেড়ে যাওয়ার ফলে মাথার আকার বড় হয়ে যায়৷ ঠিক সেই ভাবেই এই পরিবর্তন আসছে৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, ফোন ব্যবহার কমালে বা অন্তত ফোন ব্যবহারের সময়ে শরীরের ভঙ্গিমায় পরিবর্তন আনলেই শিং গজানোর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *