Aajbikel

এ যেন অবিকল পৃথিবী! আকার-মাধ্যাকর্ষণও এক, মহাকাশে নতুন ‘পৃথিবী’ খুঁজে পেল নাসা

 | 
পৃথিবী সদৃশ গ্রহ

কলকাতা: এ যেন অবিকল এক পৃথিবী৷ নীল গ্রহের দোসর বললেও অত্যুক্তি হয় না৷ হ্যাঁ, নাসার টেলিস্কোপে সন্ধান মিলল আরও এক পৃথিবীর৷ যা পৃথিবী থেকে ২২ আলোকবর্ষ দূরে রয়েছে৷ এই গ্রহটির নাম দেওয়া হয়েছে এলটিটি ১৪৪৫এসি। গ্রহটি আকারেও প্রায় পৃথিবীর সমান। এমনকি, এই গ্রহের মাধ্যাকর্ষণ টানও নাকি অবিকল পৃথিবীরই মতো! এই সদৃশ বিজ্ঞানীদের রীতিমতো অবাক করেছে।

বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী থেকে ২২ আলোকবর্ষ দূরে এরিডেনাস নক্ষত্রমণ্ডলের সদস্য এই ‘পৃথিবী’। ২০২২ সালে নাসার একটি উপগ্রহে ধরা পড়ে এলটিটি ১৪৪৫এসি-র উপস্থিতি৷ তবে সেই ছবি ততটা স্পষ্ট ছিল না। তাই সেই সময় পৃথিবীর দোসর সম্পর্কে নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা। তবে সম্প্রতি, নাসার হাব্‌ল টেলিস্কোপে স্পষ্ট ধরা পড়ে এই গ্রহটির ছবি। এর ফলে ওই গ্রহের আকার তো বটেই, অন্যান্য বৈশিষ্ট্যগুলিও ধরা পড়েছে৷ 

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এলটিটি ১৪৪৫এসি-র কাছেই রয়েছে তিন-তিনটি নক্ষত্র। এর অবস্থান খুবই বিরল৷ হাব্‌ল-এর ছবি থেকে নিখুঁত ভাবে এই গ্রহটিকে পর্যবেক্ষণ করতে পেরেছেন বিজ্ঞানীরা৷ এই গ্রহের ব্যাস নাকি পৃথিবীর ব্যাসের চেয়ে মাত্র ১.০৭ গুণ বেশি। পৃথিবীর মতোই এর মাধ্যাকর্ষণ টান৷ রয়েছে পাথুরে জমি৷ 

Around The Web

Trending News

You May like