বৃষ্টি নেই! কিন্তু, বিকট শব্দে বাজ পড়ছে বৃহস্পতিতে, ঘন ঘন বিদ্যুতের ঝলকানি, ভাইরাল ছবি

কলকাতা: বৃষ্টি নেই, অথচ কড়কড় করে পড়ছে বাজ! এ কী কাণ্ড বৃহস্পতিতে? ঘন ঘন বিদ্যুতের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাওয়ার উপায়। এই বিদ্যুৎ কিন্তু বেশ বাহারি। ইলেকট্রিক কারেন্টে সবজে আলোর ঝলকানি। থেকে থেকেই ঝলসে উঠছে বৃহস্পতির উত্তর মেরুর আকাশ। আলোর ছটা ছড়িয়ে পড়ছে আকাশজুড়ে।
সৌরমণ্ডলের গুরু গ্রহে সরাসরি এখনও পৌঁছতে পারেনি কেউ৷ তবে তার দুই আত্মজা (বৃহস্পতির‘চাঁদ)- ‘ইউরোপা’ আর ‘গ্যানিমিদ’-এর পাড়ায় ঢুকে উঁকিঝুঁকি চলেছে বিস্তর৷ বৃহস্পতির দোড়গোড়ায় একমাত্র কড়া নেড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা৷ বৃহস্পতির খুব কছে গুরুগ্রহের দিকে তাকিয়ে বসে আছে নাসার মহাকাশযান ‘জুনো’ ৷ বৃহস্পতিতে কোনও ব্যতিক্রমী ঘটনা দেখলেই সে খবর পাঠিয়ে দেয় পৃথিবীতে। জুনোর হাই রেজোলিউশন ক্যামেরাতেই ধরা পড়ল বৃহস্পতির বজ্রপাত।
বৃহস্পতির চারপাশে চক্কর কেটে চলেছে মার্কিন মহাকাশযান জুনো। ঠিক ৩১ তম বার পাক খাওয়ার সময় বৃহস্পতির উত্তর মেরুতে তীব্র আলোর ঝলকানি ধরা পড়ে তার ক্যামেরায়। বৃহস্পতির কক্ষপথ থেকে ১৯ হাজার ৯০০ মাইল (৩২ হাজার কিলোমিটার) উপরে পাক খেতে খেতেই সেই ছবি তোলে জুনো। দেখা যায় গুরুগ্রহের উত্তর মেরুতে ঘটে চলেছে সেই অভাবনীয় ঘটনা৷। বৃহস্পতিতে বজ্রপাতের ছবি নেটপাড়ায় ভাইরাল৷