ধেয়ে আসছে ১১০-ফুটের একটি গ্রহাণু, সতর্ক করল নাসা, কতটা নিরাপদ পৃথিবী?

নিউ ইয়র্ক: বিপদের সঙ্কেত! প্রায় ১১০-ফুটের একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে৷ এই গ্রহাণুটি আকারে প্রায় একটি বিমান আকারে৷ আজ, অর্থাৎ ৩ আগস্ট পৃথিবীর খুব…

grahanu2

নিউ ইয়র্ক: বিপদের সঙ্কেত! প্রায় ১১০-ফুটের একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে৷ এই গ্রহাণুটি আকারে প্রায় একটি বিমান আকারে৷ আজ, অর্থাৎ ৩ আগস্ট পৃথিবীর খুব কাছ দিয়ে ছুটে যাবে এটি৷ পৃথিবী থেকে প্রায় ৪,৪৫০,০০০ মাইল (অথবা কিলোমিটার) দূর দিয়ে ধেয়ে যাবে এটি। এই অ্যাস্টেরয়েডটির নাম ২০২৪ ওজে২৷ নাসার তরফে আশ্বস্ত করে বলা হয়েছে, আমাদের গ্রহ থেকে এক দূরত্ব কোনও বিপদ ডেকে আনবে না৷

গ্রহাণুগলি প্রায়ই পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে৷  ২০২৪ ওজে২ এর মতো ছোট গ্রহাণু বড় গ্রহাণুগুলির তুলনায় খুবই সাধারণ। এর থেকে তাৎক্ষণিক কোনও হুমকি নেই৷ বিজ্ঞানীরা এই অ্যাস্টেরয়েডটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যাতে নিকট-আর্থ বস্তু (NEO) সম্পর্কে আরও ভালভাবে ধারণা তৈরি করা যায়৷

 

গ্রহাণু হল ছোট আকারের মহাজাগতিক বস্তু যা সৌরজগতের মধ্যেই ঘোরাফেরা করে৷ সাধারণত রক বা ধাতু দিয়ে গঠিত হয়৷ গ্রহাণুগুলি প্রধানত দুটি স্থানে পাওয়া যায়- মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণু বেল্ট এবং নিকট-আর্থ অবজেক্ট (NEO) অঞ্চলে। এগুলি প্রায় ৪.৬ বিলিয়ন বছর পুরনো এবং সৌরজগতের প্রাথমিক উপাদানগুলির অংশ হিসেবে বিবেচিত হয়।