ইসরোর দেখানো পথে চাঁদে রোবট পাঠাচ্ছে নাসা

ওয়াশিংটন: চাঁদে জলের সন্ধানে এবার বিশেষ রোবট পাঠাতে চলেছে নাসা৷ ২০২২ সালে চন্দ্রাভিযানের এমনই পরিকল্পনা নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা৷ আগামী ২০২৪ সালে ফের মহাকাশচারীদের নিয়ে চাঁদের মাটিতে পাঠানোর পরিকল্পনা নিয়েছেন৷ ২০২৪-এর দু’বছর আগেই চন্দ্রপৃষ্ঠ থেকে জল খুঁজতে রোবট পাঠানোর কথা ঘোষণা করা হয়েছে৷ নাসার তরফে জানানো হয়েছে, ২০২২ সালে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার

ইসরোর দেখানো পথে চাঁদে রোবট পাঠাচ্ছে নাসা

ওয়াশিংটন: চাঁদে জলের সন্ধানে এবার বিশেষ রোবট পাঠাতে চলেছে নাসা৷ ২০২২ সালে চন্দ্রাভিযানের এমনই পরিকল্পনা নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা৷

আগামী ২০২৪ সালে ফের মহাকাশচারীদের নিয়ে চাঁদের মাটিতে পাঠানোর পরিকল্পনা নিয়েছেন৷ ২০২৪-এর দু’বছর আগেই চন্দ্রপৃষ্ঠ থেকে জল খুঁজতে রোবট পাঠানোর কথা ঘোষণা করা হয়েছে৷ নাসার তরফে জানানো হয়েছে, ২০২২ সালে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা এই ভাইপার রোবটের৷ হাইড্রোজেন ও অক্সিজেনের অস্তিত্ব খুঁজে পেতে ও চন্দ্রপৃষ্ঠে মাটির নমুনা সংগ্রহের জন্য চারটি যন্ত্র নিয়ে যাবে ভাইপার এই রোবট৷

আগামী ২০২২ সালে নাসার অভিযান সফল হলে পরবর্তীতে চাঁদকে ব্যবহার করে উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে৷ মার্কিন গবেষণা সংস্থা নাসা যেখানে রোবট অবতরণের কথা ভাবনাচিন্তা শুরু করেছে, ঠিক সেখানেই ভারতের চন্দ্রযান ২ অবতরণের কথা ছিল৷ কিন্তু মাটি থেকে দেড় কিলোমিটার দূরে নিখোঁজ হয়ে যায়৷ ২০২২ সালে নাসা যদি চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণের সক্ষম হয়, তাহলে নাসার দখলে যাবে বিশ্বরেকর্ড৷ কারণ দক্ষিণ মেরুতে এখনও পর্যন্ত কোনও দেশ সাফল্য পায়নি৷ ভারত সাফল্যের দোরগোড়া থেকে ফিরে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *